যত চিহ্ন রেখে গেছ তোমরা এখানে খুঁজে নেব পায়ে পায়ে, হিসেব নেব গুনে জন্মেছি এই কাদামাটিতে কেড়ে নিবি তোরা আমার এই মাটি? ♪ যত স্বপ্ন ভেঙে গেছে তোদের কারণে সবকিছুর জবাব নেব সময়ের সাথে যত নির্দোষ লাশ ভেসেছে (রক্তের নদীতে) ভেবেছিলি বেঁচে ফিরবি তোদের নরকে? ♪ তোদের গলায় পা মাড়িয়ে ধরব সবাইকে মরব না তোদের শেষ না দেখে, দেখ আমাদের চোখে রাতদিন সব একই এখন, শূন্যে bayonet চেয়ে দেখ তোরা, আর বেশি নয় দূরত্বের সংকেত ♪ আমাদের সবার ভেতরে একই রক্তের স্রোত চলে ক্রোধ হোক বা শান্তিমিছিল, একই সুরে এগিয়ে চলে পার্থিব যত অপূর্ণতা আমাদের গ্রাস করে না আমরা থাকি নিজের মতো নিজের ঘরে স্বাধীন হয়ে আমাদের সবার ভেতরে একই রক্তের স্রোত চলে ক্রোধ হোক বা শান্তিমিছিল, একই সুরে এগিয়ে চলে পার্থিব যত অপূর্ণতা আমাদের গ্রাস করে না আমরা থাকি নিজের মতো নিজের ঘরে স্বাধীন হয়ে আমাদের সবার ভেতরে একই রক্তের স্রোত চলে ক্রোধ হোক বা শান্তিমিছিল, একই সুরে এগিয়ে চলে পার্থিব যত অপূর্ণতা আমাদের গ্রাস করে না আমরা থাকি নিজের মতো-