মনগড়া দিন যায় রাত শেষে বলা যায় ভাবা যায় ক্ষণ নেই কাল নেই ঘড়ির কাটা থেমে নেই মেঘ ঝড়া ঘাস ফুলে তারাদের রোশনাই বাতাসের তালে দুলে ঢেউ আছে বাঁধ নেই আমি দেখেছি আমি শুনেছি আমি মন গড়া কিছু মেনে নিয়েছি আমি খুঁজেছি থেমে গিয়েছি আর ঠিক এখানেই বসে থেকেছি চঞ্চলা আনমনা অবেলা ঘোরে ডুবে মিছে ঘোলা চোখে চিনে রেখেছি আর মনগড়া কিছু মেনে নিয়েছি দিন যায় রাত শেষে বলা যায় ভাবা যায় ক্ষণ নেই কাল নেই ঘড়ির কাটা থেমে নেই মেঘ ঝড়া ঘাস ফুলে তারাদের রোশনাই বাতাসের তালে দুলে ঢেউ আছে বাঁধ নেই আজ এখানে কোনো স্বপ্ন ছাপে ভুলে যাওয়া ভুলে যাওয়া ভুলে গিয়েছি আর মনগড়া কিছু মেনে নিয়েছি আমি কেঁদেছি চোখ বুজেছি আর মনগড়া কিছু মেনে নিয়েছি আমি জিতেছি জিতে হেরেছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি আমি চেয়েছি চেয়ে ফিরেছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি আমি ভেসেছি ডুবে গিয়েছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি ভালোবেসেছি হেরে গিয়েছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি কাছে টেনেছি দূরে সড়েছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি বাঁধা পড়েছি ছিড়ে গিয়েছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি আর মন গড়া কিছু মেনে নিয়েছি...