যত দূর মনে পরে, দমকা হাওয়ায় ভেসে টুকরো চোখের আলো কেড়ে চলে গিয়েছিলে ♪ না থাকায় থেকে গিয়ে মনের গহীন কোণে একটু ধরা গলায় মাঝে-মাঝে ফিরে ছিলে ♪ সামান্য সময়ের কথা, হাসি মাখা ভুলে যাওয়া দূরে দেখা মরীচিকা অথবা মনের প্রদীপ হঠাৎ বৃষ্টিতে ভেজা মনের রোদ সয়ে যাওয়া আনমনে চোখ বুঝে স্বপ্ন কিছুক্ষণ ♪ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই সাধারণ ♪ খুঁজে ফেরা নয়তো মিলে যাওয়া হয়তবা ধীরে-ধীরে গাঢ় হওয়া এক কাপ চা মুহূর্তে চুপ, মুহূর্তে আসা জমে বেড়ে গড়ে উঠা গল্প কথা কাছে টেনে দূরে সরে, চাপা কোনো অনুভবে ভেসে গিয়ে ক্ষয়ে যাওয়া, মানতে না পারার ভয় বাঁধা পড়া, ছিঁড়ে যাওয়া নিরুপায়ে কাদা-হাসা আরো কত বোঝা-পড়া নিজের সাথে সারাক্ষন ♪ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই সাধারণ ♪ সাধারণ হোক যত তবুও আগেরই মতো নিশ্বাস বাড়ে-কমে প্রতিনিয়ত যা হবে তা হবে ভেবে এখনো যে বুক বেঁধে বাড়িয়ে দিয়েছি হাত অবশেষে তবে সময়ে বলছে এখন এ সাধারণ নিয়ে অসাধারণ অসাধারণ, অসাধারণ আর এখন এ সবই সাধারণ আর এখন এ সবই অসাধারণ