চাঁদের অবসরে অলিতে গলিতে দেয়ালে মাটিতে ঝরেছে কে? চাঁদের অবসরে অলিতে গলিতে দেয়ালে মাটিতে ঝরেছে কে? সময় অসময়ে হঠাৎ বাতাসে মাথার ভেতর বাতি জ্বলে নেভে অচেনা শহরে অজানা কারণে হেঁটে হেঁটে মন ভরে গেছে ক্ষয়ে ক্ষয়ে সব বয়ে চলে যায়, তবু এ রাত যেন থেমে আছে থেমে আছে এই রাত জড়িয়ে নতুন ভোরের স্বপ্ন দেখে কেটে যাক জীবন আলো আসবে যখন আমার বিসর্জন শরৎ রাতের কোনো শিউলি হয়ে চোখেরই আড়ালে তবু হাতেরই নাগালে কত ফুল ঝরে পড়ে যায় আঁধারকালো রাতে ভেসে আসা বাতাসে তাদের সুবাস তুমি পেয়েছো কি? তাদের তুমি খুঁজেছো কি? ♪ রাতের আঁধার আজ বুকে টেনে নিয়ে তোমার তরে নতুন আলো ডেকে ভোরের শিশিরে ঘাসের চাদরে পড়ে থেকে তোমার মালা হতে শরতের আকাশে মেঘেরই সাদাকে ভালোবেসে তোমায় পাঠাতে ক্ষয়ে ক্ষয়ে সব বয়ে চলে যায়, তবু এ রাতে যেন থেমে আছে থেমে আছে এই রাত জড়িয়ে নতুন ভোরের স্বপ্ন দেখে কেটে যাক জীবন আলো আসবে যখন আমার বিসর্জন শরৎ রাতের কোনো শিউলি হয়ে ভোরেই আলোতে তুমি শিউলি কুড়োবে আর বুক ভরে নিঃশ্বাস নেবে ক্ষণিক জীবনে আর আঁধার এ ভুবনে আর কী বলো চাওয়ার আছে? তাই শিউলি হয়ে আমি পড়বো ঝরে তাই শিউলি হয়ে আমি পড়বো ঝরে