দিবা স্বপ্নেরা বলছিল কিছু কবি মন দিয়ে দেখছিল তাদের তামাশা (তামাশা, তামাশা) তামাশা (তামাশা, তামাশা) চোখ মন ভুলে চেয়ে থাকে মুগ্ধতায় তবু মনে মনে কথা কিছু বলতে হয় জান না? (জান না?, জান না?) জান না (জান না?) মন পড়ে থাকে মগজের ঘর কোণে শুধু হাসে কাঁদে কথা বলে আনমনে একেলা (একেলা, একেলা) অবেলায় (অবেলায়, অবেলায়) খাঁচা ভেঙে খান খান হবে কোন কালে? কবি কলমের খোঁচা দিয়ে যায় বলে কাগজে (কাগজে, কাগজে) তাহলে (তাহলে) মন তুই যা রে উড়ে যা (উড়ে যা) অন্য গ্রহের কোন অন্য আকাশপানে তুই যা রে উড়ে যা (উড়ে যা) সুযোগ বুঝে (সুযোগ বুঝে) মন তুই যা রে উড়ে যা (উড়ে যা) অন্য কোথাও কোন অন্য মনের টানে তুই যা রে উড়ে যা (উড়ে যা) সময় বুঝে (সময় বুঝে) ♪ মন খুলে কথা মনে পড়ে মাঝরাতে আজ হাবিজাবি গান হবে আড্ডাতে বিকেলে রাতের আঁধারে (আঁধারে) কবি নীরবতা ভাঙবেন অবশেষে পেয়ে যাবে মন যা কিছু সে চেয়েছিল না বুঝে (মন কিচ্ছু বুঝে না) তাহলে (তাহলে, তাহলে) মন তুই যারে উড়ে যা (উড়ে যা) অন্য গ্রহের কোন অন্য আকাশপানে তুই যারে উড়ে যা (উড়ে যা) সুযোগ বুঝে (সুযোগ বুঝে) মন তুই যারে উড়ে যা (উড়ে যা) অন্য কোথাও কোন অন্য মনের টানে তুই যারে উড়ে যা (উড়ে যা) সময় বুঝে (সময় বুঝে) মন তুই যারে উড়ে যা (উড়ে যা) অন্য গ্রহের কোন অন্য আকাশপানে তুই যারে উড়ে যা (উড়ে যা) সুযোগ বুঝে মন তুই যারে উড়ে যা অন্য কোথাও কোন অন্য মনের টানে তুই যারে উড়ে যা সময় বুঝে মন তুই যারে উড়ে যা অন্য গ্রহের কোন অন্য আকাশপানে তুই যারে উড়ে যা সুযোগ বুঝে (সুযোগ বুঝে) মন তুই যারে উড়ে যা অন্য কোথাও কোন অন্য মনের টানে তুই যারে উড়ে যা সময় বুঝে