ছেয়ে ফেলে অবুঝ এ মন
আগামীতে অপরাধের আকর্ষণ
ধীরে ধীরে, একটু একটু করে
লুটে নেয় সরলতার প্রতিক্ষণ
কোনোভাবে পারিলাম না যে
নজর ফেলিতে
গাঢ় গোলাপি ঠোঁটের তীরে
এসে বলে, "দেখছো কী গো?"
মুচকি হেসে, দুষ্টু সুরে
ফিরে তাকে বলি
তুমি কি সেই মোহিনী রমণী
স্বপ্নরাজ্যের অভিলাষী, রুপকুমারী
প্রকাশ করো এখনই, এখনই
মন্ত্রমুগ্ধ আমি অনুসারী, অনুরাগী
♪
তুমি কি সেই মোহিনী রমণী
স্বপ্নরাজ্যের অভিলাষী, রুপকুমারী
প্রকাশ করো এখনই, এখনই
মন্ত্রমুগ্ধ আমি অনুসারী, অনুরাগী
♪
মোহিনী রমণী, অভিলাষী, রুপকুমারী
মোহিনী রমণী, এখনই, এখনই
মোহিনী রমণী, অনুসারী, অনুরাগী
♪
মোহিনী রমণী, অভিলাষী, রুপকুমারী
মোহিনী রমণী, এখনই, এখনই
মোহিনী রমণী, অনুসারী, অনুরাগী
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя