Kishore Kumar Hits

Bay of Bengal - Akashey текст песни

Исполнитель: Bay of Bengal

альбом: Nirob Durvikkho


আকাশটা মেঘলা করেছে
একটু একটু বৃষ্টি পড়ছে
মনেরই জানলা দিয়ে
দখিনা হাওয়া বইছে
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা

হাজারো সুরের মূর্ছনায়
আমার মনে খেলা করে
হিমেল হাওয়ার পরশে
সুরেরা আকাশে উড়ে
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা

রাতের শেষে
দূরের ওই আকাশে
দু'হাত বাড়িয়ে
আমি মিশে যেতে চাই সাত রঙে

হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители