আকাশটা মেঘলা করেছে
একটু একটু বৃষ্টি পড়ছে
মনেরই জানলা দিয়ে
দখিনা হাওয়া বইছে
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা
♪
হাজারো সুরের মূর্ছনায়
আমার মনে খেলা করে
হিমেল হাওয়ার পরশে
সুরেরা আকাশে উড়ে
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা
♪
রাতের শেষে
দূরের ওই আকাশে
দু'হাত বাড়িয়ে
আমি মিশে যেতে চাই সাত রঙে
♪
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রঙে
এই শূন্য মনটা
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя