কেউ যাহা জানে নাই কোনো এক বাণী কেউ যাহা জানে নাই কোনো এক বাণী ♪ কেউ যাহা জানে নাই কোনো এক বাণী কেউ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বহে আনি আমি বহে আনি ♪ একদিন শুনেছ যে সুর ফুরায়েছে পুরানো তা কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ (আর নাই কেউ) আর নাই কেউ (আর নাই কেউ) সৃষ্টির সিন্ধুর বুকে আমি এক ঢেউ
আর নাই কেউ (আর নাই কেউ) আর নাই কেউ (আর নাই কেউ)
আমার পায়ের শব্দ শোন সব হারানো আর পুরানো আমার পায়ের শব্দ শোন সব হারানো আর পুরানো আমি আসিয়াছি নেমে ♪ সকলের পায়ের শব্দের সুর গেছে অন্ধকারে থেমে আমি আসিয়াছি নেমে সকলের পায়ের শব্দের সুর গেছে অন্ধকারে থেমে আর নাই কেউ (আর নাই কেউ) আর নাই কেউ (আর নাই কেউ) কেউ যাহা জানে নাই কোনো এক বাণী কেউ যাহা জানে নাই কোনো এক বাণী আমি বহে আনি আমি বহে আনি
একদিন শুনেছ যে সুর ফুরায়েছে পুরানো তা কোনো এক নতুন কিছুর আছে প্রয়োজন তাই আমি আসিয়াছি, আমার মতন আর নাই কেউ (আর নাই কেউ) আর নাই কেউ (আর নাই কেউ) আর নাই কেউ (আর নাই কেউ) আর নাই কেউ