JOler gaan - Baula Batash-2 текст песни
Исполнитель:
JOler gaan
альбом: Patalpurer Gaan
বাউলা বাতাস (বাউলা বাতাস)
আউলা চুলে (আউলা চুলে)
লাগায় দোলা (লাগায় দোলা)
লাগায় দোলা (লাগায় দোলা)
বাউলা বাতাস (বাউলা বাতাস)
আউলা চুলে (আউলা চুলে)
লাগায় দোলা (লাগায় দোলা)
লাগায় দোলা (লাগায় দোলা)
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
বাউলা বাতাস (বাউলা বাতাস)
আউলা চুলে (আউলা চুলে)
লাগায় দোলা (লাগায় দোলা)
লাগায় দোলা (লাগায় দোলা)
নীল নীল প্রজাপতি ওড়ে
ওড়ে, ওড়ে, ওড়ে, ওড়ে হে...
ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভাসে
হাসে ভাসে, হাসে ভাসে হে...
নীল নীল প্রজাপতি ওড়ে
ওড়ে, ওড়ে, ওড়ে, ওড়ে হে...
ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ ভাসে
হাসে ভাসে, হাসে ভাসে হে...
আকাশের পাখি ডাকে আমায় আয়রে আয়
আকাশের পাখি ডাকে আমায় আয়রে আয়
বাতাসে ভর দিয়ে চল্
শূণ্যে বুক ভাসাই
বাতাসে ভর দিয়ে চল্
শূণ্যে বুক ভাসাই
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
বাউলা বাতাস (বাউলা বাতাস)
আউলা চুলে (আউলা চুলে)
লাগায় দোলা (লাগায় দোলা)
লাগায় দোলা (লাগায় দোলা)
সবুজ ঘাসফড়িং নাচে
তাথৈ, তাথৈ, তা-ধিন্, তা-ধিন্
বৃষ্টির সুরে নূপুর বাজে
রিমঝিম, রিমঝিম, রিমঝিম
সবুজ ঘাসফড়িং নাচে
তাথৈ, তাথৈ, তা-ধিন্, তা-ধিন্
বৃষ্টির সুরে নূপুর বাজে
রিমঝিম, রিমঝিম, রিমঝিম
রাতটিপ চাঁদ ডাকে আমায় আয়রে আয়
রাতটিপ চাঁদ ডাকে আমায় আয়রে আয়
উড়াল দে চুম্ খাই তোর সাদা কপালে
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
বাউলা বাতাস আউলা চুলে
লাগায় দোলা, লাগায় দোলা
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
বাউলা বাতাস (বাউলা বাতাস)
আউলা চুলে (আউলা চুলে)
লাগায় দোলা (লাগায় দোলা)
লাগায় দোলা (লাগায় দোলা)
ও গায়ে
ও গায়ে
ও গায়ে
ও গায়ে
ও গায়ে আর যাবোনা মাগো তোমার চরণ ছুঁয়ে কই
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя