হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
♪
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
চুলার পারে উড়ছে ধোঁয়া
এক কাপ চা
শিশিরভেজা দেহটাকে ঢাকছে কুয়াশা
হৈ-হৈ!
♪
তাইরে-নাইরে-নাইরে-নাইরে, তাইরে-নাইরে-না
তাইরে-নাইরে-নাইরে-নাইরে, তাইরে-নাইরে-না
তাইরে-নাইরে-নাইরে-নাইরে, তাইরে-নাইরে-না
তাইরে-নাইরে-নাইরে-নাইরে, তাইরে-নাইরে-না
♪
ভোর হয় কারো পাখির গানে
ভোর হয় কারো মাঝির টানে, এ-হে-হে
হেইয়া-হো, হেইয়া
হেইয়া-হো, হেইয়া
ভোর হয় কারো পাখির গানে
ভোর হয় কারো মাঝির টানে
ঐ গানে-টানে মেলে না ভাই
ঐ গানে-টানে মেলে না ভাই
নিষ্ঠুর এ সংসারে
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
(ওই, এক কাপ চা এদিকে দিও তো)
(এই মামুর ব্যাটা, মোরে স্প্যাশাল চা দিও)
(চা, চা, চা লাগবে)
(চা লাগবে, গরম চা দিয়েন তো)
(চা হইবো না, মাম্মা!)
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
হরেক রঙের বাহারে
সকাল হলো, আহা রে
চুলার পারে উড়ছে ধোঁয়া
এক কাপ চা
শিশিরভেজা দেহটাকে ঢাকছে কুয়াশা
হৈ-হৈ!
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя