JOler gaan - Geetol Chithi текст песни
Исполнитель:
JOler gaan
альбом: Patalpurer Gaan
স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে বেঁধেছি এ গান
কথার ভাঁজে ঘুমিয়ে আছে
জমিন ও আসমান
জমিন ও আসমান
স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে বেঁধেছি এ গান
এই গানটা দিলাম তোকে
আগলে রাখিস্ বুকে
গানটা দিলাম তোকে
আগলে রাখিস্ বুকে
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
এই দিনটা দিলাম তোকে
উদয় থেকে অস্ত
বন্ধু আমার স্বপ্ন গুলো
পাহাড় সমান মস্ত
রাতটা পাগলি তোর
সন্ধ্যা থেকে ভোর
রাতটা পাগলি তোর
সন্ধ্যা থেকে ভোর
মিছিমিছি কানামাছি
অকারণ অভিমান
কথার ভাঁজে ঘুমিয়ে আছে
জমিন ও আসমান
জমিন ও আসমান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
গান একটা ভাষা যেমন ছোট্ট পাখির বাসা
গান একটা ভাষা যেমন ছোট্ট পাখির বাসা
ডানার তলে লুকিয়ে রাখে
অবাক ভালোবাসা
গানটা তুই আর আমি
জানে অন্তর্যামী
সোনার কাঠি রূপার কাঠি
মেলাই প্রাণে প্রাণ
কথার ভাঁজে ঘুমিয়ে আছে
জমিন ও আসমান
জমিন ও আসমান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
গানটা গীতল চিঠি যেমন নকশী শীতলপাটি
গানটা গীতল চিঠি যেমন নকশী শীতলপাটি
ঝরা সময়ে অবুঝ আমি
সবুজ মাঠে হাঁটি
গানের ঘোরে নেশা
সাপলুডু আর পাশা
হারি আর জিতি-ভয় নেই!
খেলবো শেষ দান
কথার ভাঁজে ঘুমিয়ে আছে
জমিন ও আসমান
জমিন ও আসমান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
স্বর-ব্যঞ্জনে মালা গেঁথে বেঁধেছি এ গান
কথার ভাঁজে ঘুমিয়ে আছে
জমিন ও আসমান
জমিন ও আসমান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
হাওয়ায় হাওয়ায় - দমে দমে টান
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя