JOler gaan - Phulkumari’r Biye текст песни
Исполнитель:
JOler gaan
альбом: Noyon Joler Gaan
হলুদ ফুল, হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো
হলুদ ফুল, হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো
অচেনারে চিনবে বলে
অচেনারে চিনবে বলে
পাপড়িগুলো মেলো
বিবাহের বাতাসে তুমি দোলো
হলুদ ফুল, হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো
♪
সবুজ পাতা তোমার সখি
সবুজ শাড়ি গায়
পদ্ম কমল গড়ন তাহার
আলতা রাঙা পায়
সবুজ পাতা তোমার সখি
সবুজ শাড়ি গায়
পদ্ম কমল গড়ন তাহার
আলতা রাঙা পায়
কে ছোপালো তোমার বসন
কে ছোপালো তোমার বসন
কনে দেখা আলো
পাপড়িগুলো মেলো
হলুদ ফুল, হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো
♪
হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো ফুলের মৌ
ফুল কুমারীর বিয়ে হবে, সাজবে হলুদ বউ
হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো ফুলের মৌ
ফুল কুমারীর বিয়ে হবে, সাজবে হলুদ বউ
ঘরের কোণে হলুদ পাখি কুটুম কুটুম ডাকে
আতর, চন্দন, লোবান, মধু তোমার বাঁকে বাঁকে
ঘরের কোণে হলুদ পাখি কুটুম কুটুম ডাকে
আতর, চন্দন, লোবান, মধু তোমার বাঁকে বাঁকে
কে বাজালো ভালোবাসি
কে বাজালো ভালোবাসি
ভালো বাঁশি বাজে ভালো
পাপড়িগুলো মেলো
হলুদ ফুল, হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো
অচেনারে চিনবে বলে
অচেনারে চিনবে বলে
পাপড়িগুলো মেলো
বিবাহের বাতাসে তুমি দোলো
হলুদ ফুল, হলুদ ফুল
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
বিবাহের বাতাসে তুমি দোলো
(বিবাহের বাতাসে তুমি দোলো)
জামাই কই? জামাই আইছে!
মিষ্টি দে, মিষ্টি, মিষ্টি দে, এই মিষ্টি
দই কই? দই নিয়া আয়
জামাই আইছে, জামাই আইছে
জামাই আইছে, জামাই আইছে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя