থাকি আমি বন্ধ ঘরে জানালায় দেখি ধুলোর তারা দিন আসে দিন যায় খাতার ছেঁড়া পাতায় মহাকাশে অন্ধকারে আয়নাতে তাকাব না আর কিছু দুঃখ যাদুর মতো রূপ বদলিয়ে যায়, তবু পাশে বসে রয় যেন অবিরাম সাধারণ আবার কই শেকড়, কই ফুল কই শুকনো পাতার ছেঁড়া চুল আমার মানচিত্রে যেন রটিয়ে দেওয়া আমি মানুষ, তাই ভুল কই হাসি, বেদনা কই ভগবানের প্রেরণা মহাশূন্যতার কাছে জিগেস করো কই আমার চেতনা ♪ কিছু ব্যথা এতই গোপন যেন ছায়ার সাথে মিলে যায় বুকে ধরে রাখো বাঁধা পাথরের সাথে ব্যথা হলো সবচেয়ে আপন আমি সমাজের মুখে চড় আমার হাসি তোমার বাড়ির অভিশাপ সত্য স্বীকার করো, আমি শিকার হয়ে হবো ছেঁড়া আকাশের ঝড় কই দেহ, কই স্নেহ কই মনুষ্যত্ব, মমতা চির অন্ধকারে আমি আগুনে পুড়ে দেখি তোমার ক্ষমতা কই সালিশ, কই বিচার আমি চুপ, আমি একা খাঁচায় তবু অন্ধকারে আমার আত্মা জ্বলে আমি নিঃশ্বাস নিবো আবার ♪ সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ হবে না আবার শুরু সব কিছু শেষ হবে না আবার কখনো শুরু সব কিছু শেষ