Vibe - Shopnodeb текст песни
Исполнитель:
Vibe
альбом: Chena Jogot
অজানা অদেখা আলোর ভুবন
ছায়াপথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অচেনা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অচেনা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিহাসে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল অচেনার রুপকার
আলেয়া অলংকারের অদেখা স্বর্নকার
স্বপ্নদেব শোনো এই হাহাকার...
♪
স্মৃতির অভিধানে যত সমাহার
সময়ে মহাকাশে শত তারা
খুঁজে দাও মনের অমিয় সুধা
স্বপ্ন দেশে তোমাকে পাওয়া
প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিহাসে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল অচেনার রুপকার
আলেয়া অলংকারের অদেখা স্বর্নকার
স্বপ্নদেব শোনো এই হাহাকার...
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя