Kishore Kumar Hits

Ravindra Sathe - Hanuman Chalisa текст песни

Исполнитель: Ravindra Sathe

альбом: Shri Hanuman Jayanti


ওগো নদী আপন বেগে
পাগল পারা,
আমি স্তব্ধ চাপার তরু,
গন্ধ ভরে, তন্দ্রা হারায়।
ওগো নদী আপন বেগে
পাগলপারা।
আমি সদা অচল থাকি,
গভীর চলা গোপন রাখি
আমার চলা নবীন পাতায়,
আমারচলা ফুলের ধারায়
ওগো নদী আপন বেগে
পাগলপারা,
পথে পথে বাহির হয়ে
আপন হারা
আমার চলা যায় না বলা
আলোর পানে প্রাণের চলা।
আকাশ বোঝে আনন্দ তার,
বোঝে, নিষাদ নীরব তারায়।।
ওগো নদী আপন বেগে
পাগল পারা
আমি স্তব্ধ চাপার তরু,
গন্ধ ভরে, তন্দ্রা হারায়।
ওগো নদী আপন বেগে
পাগলপারা।

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Jap

2023 · альбом

Похожие исполнители