Chandrabindoo - Urey Jachhe текст песни
Исполнитель:
Chandrabindoo
альбом: Toker Jatno Nin
উড়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে
উড়ে যাচ্ছে
♪
কী খবর দাদা (উড়ে যাচ্ছে)
আর জানি না গাধা (উড়ে যাচ্ছে)
রঙিন TV-fridge (উড়ে যাচ্ছে)
Second হুগলি bridge (উড়ে যাচ্ছে)
Citizen Ken (উড়ে যাচ্ছে)
হাতে হ্যারিকেন (উড়ে যাচ্ছে)
উড়ে যাও বাছা পা টিপে টিপে
ঝুলে পরো ধরে ডাল
তাজা fruit juice খাবে এক sip-এ
পাকা পেঁপে খেয়ো কাল
কালপুরুষের belt দেবে খুলে
ট্যাঁকে গুজে দিয়ো ফুল
আকাশের দিকে চাও মুখ তুলে
যেয়ো নাকো ইস্কুল
সাঁজ-এলিসে নেই আমি, তালসারি যাও
রাতবিরেতে লুকিয়ে আনবাড়ি যাও
সাঁজ-এলিসে নেই আমি, তালসারি যাও
রাতবিরেতে লুকিয়ে আনবাড়ি যাও
ঝুলিয়ে পা মগডালেতে
তুমি গেয়ো ভুলভাল সুরে গান
(সা রে গা মা পা)
এখানে রান রান রান রান রান বেয়ে
ছুটেছে গান গান গান গান গান হয়ে
থামবে না
জিরিয়ে নেবে পেলে antena
এখানে রান রান রান রান রান বেয়ে
ছুটেছে গান গান গান গান গান হয়ে
থামবে না
জিরিয়ে নেবে পেলে antena
বিনুনি ও keds (উড়ে যাচ্ছে)
ছুঁয়ে দিলে এইডস (উড়ে যাচ্ছে)
জন্তু মেরে খান (উড়ে যাচ্ছে)
বীর সুলেমান (উড়ে যাচ্ছে)
ডালিম গাছে মৌ (উড়ে যাচ্ছে)
Devorse দিয়ে বউ (উড়ে যাচ্ছে)
উড়ে গেলে তুমি থাকো বড়ো ভালো mood-এ
মেরে দাও shortcut
অলি গলি ছেড়ে হলি-বলি-টলিউডে
Cinema-'র পথ ঘাট
ঘাটে ঘাটে লাল জল খাবে নাকো
গাটে গাটে হবে বাত
শহরের বুকে ডানা মেলে থাকো
তারা গোনো সারা রাত
সাত সমুদ্দুর, মরা নদীর বুকে ঢেউ
লিখছে চিঠি হয়তো তোমার চেনা কেউ
সাত সমুদ্দুর মরা নদীর বুকে ঢেউ
লিখছে চিঠি হয়তো তোমার চেনা কেউ
ডালে ডালে তালে তালে
তুমি গেয়ো কালের ভাংরা গান
(সা রে গা মা পা)
এখানে ভোর ভোর ভোর ভোর ভোর হলে
আকাশে শোর শোর শোর শোর শোর তোলে
হাসির আওয়াজ
নতুন বান্ধবী উড়োজাহাজ
এখানে ভোর ভোর ভোর ভোর ভোর হলে
আকাশে শোর শোর শোর শোর শোর তোলে
হাসির আওয়াজ
নতুন বান্ধবী উড়োজাহাজ
ঘরের খেয়ে মোষ (উড়ে যাচ্ছে)
ক্ষুদিরাম বোস (উড়ে যাচ্ছে)
মায়ের পায়ে ফুল (উড়ে যাচ্ছে)
ঐতিহাসিক ভুল (উড়ে যাচ্ছে)
ভৌগলিক ঠিক (উড়ে যাচ্ছে)
অঙ্ক প্রশ্ন leak (উড়ে যাচ্ছে)
হয়তো বা তুমি হাঁস হয়ে যাবে উড়ে
মাঝে মাঝে দেবে প্যাঁক
উরু উরু মন ফুরফুরে ভবঘুরে
English-এ পাবে back
তুমি ব্যাটা বুড়ো উড়ে যাও বিড়ি হাতে
বসে বসে তোলো হাই
বুড়ি ছুঁয়ে এস নদী-নালা, গিরিখাতে
এ জীবন একটাই
একটা জীবন গতে বাঁধার অভিনয়
পারলে লেখো নিজের বর্ণপরিচয়
একটা জীবন গতে বাঁধা অভিনয়
পারলে লেখো নিজের বর্ণপরিচয়
কার্নিশে পা বাড়িয়ে
তার নিচে বয়ে যাবে গান
(সা রে গা মা পা)
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя