ক্ষণিকের এই স্তব্ধতা দৃষ্টির নিবদ্ধতা এলোমেলো হাওয়া, চুলগুলোর নিয়মিত অবাধ্যতা আঙুলের ফাঁকে চারমিনার Cabin-এর মাঝে অন্ধকার আঙুলের ফাঁকে চারমিনার Cabin-এর মাঝে অন্ধকার তবুও মনের আড়ালেই রয়ে যায় যে কথা মৌন মুখরতা এত কাছে তবু অচেনা মুখে আজ কিছু রোচে না বাড়ালেই হাত পাওয়া যায় সংশয় তবু ঘোচে না হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয় হতে পারে এটা অভিনয় তবু এইটুকু মন্দ নয় এখনও হাত বাড়ালেই পাওয়া যায় ছোঁয়া যায় আঙুলের পেলবতা ♪ সম্মতির প্রত্যাশায় Infusion ছলকে যায় যদি গড়ি এক তাজমহল এঁকে নেবো এক কবিতায় আমারই চোখে মিষ্টি সে রিমঝিমঝিম বৃষ্টি সে আমারই চোখে মিষ্টি সে রিমঝিমঝিম বৃষ্টি সে তবুও সে যে না বলাই থাকে হায় বোঝা যায় দু'চোখের নীরবতা দিয়ে যায় কি বারতা মৌন মুখরতা