ভাল্লাগে না (আরে দুর, তখন থেকে খালি ট্যাং ট্যাং করে যাচ্ছিস) ভাল্লাগে না (আহ, গান মারাতে pant খুলে যাচ্ছে ব্যান্ড হবে, ওহ) (আরে boss, এইভাবেই হয় গুরু) (এখন ঘরে কোনো বাজনা নেই, কী করে গান হবে এরমভাবে, ধুর) (আরে চল না একবার try করে তো দেখা যায়) (আর ভাল্লাগে না, ভাল্লাগে না) ভাল্লাগে না ভাল্লাগে না একটা বাড়ির নেই ঠিকানা মিলছে না তার খোঁজ একঘেয়ে এই গরহদিসি ভাল্লাগে না, ভাল্লাগে না ভাল্লাগে না রোজ লঙ্কাতে আর ঝাল লাগে না ঝাল লাগে না রোজ (ভাল্লাগে না) (এ চা গরম, গরম নিন boss) একটা বাড়ির নেই ঠিকানা মিলছে না তার খোঁজ একঘেয়ে এই গরহদিসি ভাল্লাগে না, ভাল্লাগে না ভাল্লাগে না রোজ লঙ্কাতে আর ঝাল লাগে না ঝাল লাগে না রোজ শুনেছিলাম ফুতপাতের নীল নীল দোকানঘরের ঘুম পার করে ঠিক ডাইনে গলি স্যাঁতস্যাঁতে মরশুম ভাল্লাগে না, ভাল্লাগে না ভাল্লাগে না রোজ লঙ্কাতে আর ঝাল লাগে না ঝাল লাগে না রোজ রোদ যেখানে ছায়ার পিঠে করেছে মুখ গোঁজ একটা বাড়ির নেই ঠিকানা সেইখানেই তার খোঁজ ভাল্লাগে না, ভাল্লাগে না ভাল্লাগে না রোজ লঙ্কাতে আর ঝাল লাগে না ঝাল লাগে না রোজ ভাল্লাগে না, ভাল্লাগে না ভাল্লাগে না boss, ধুর