Topu - Sharthopor текст песни
Исполнитель:
Topu
альбом: Aar Tomake
শিরোনাম: স্বার্থপর
ব্যান্ড: দি ট্র্যাপ
কথা: তসলিম
অ্যালবামঃ ঠিকানা
————————–
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি?
জানিনা কোন প্রহরে হয়েছিলো যে পরিচয়,
কি পেলাম কি হারালাম সেতো এক সংশয়।
নিরবে আড়াল থেকে করেছি সব অভিনয়,
সেই তুমি হারালে ঠিকি সেকি নয় বিস্ময়।
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাস।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি?
আড়ালে অন্তরালে বসে যতবার ভেবেছি,
শূন্যতারিই হাহাকার একাকী শুনেছি।
তোমারি আঁখি পটে আকাশের নীল এঁকেছি,
সেতো মরনও হবে কখনো ভাবিনি।
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাশ।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
চলে যদি যাবি দূরে স্বার্থপর, আমাকে কেন জোছনা দেখালি
হবি যদি নাও ভাসিয়ে দেশান্তর, পাথরের বুকে ফুল কেন ফুটালি
আমারি সীমানায় সেতো তোর ছায়া, সেখানে করে বিচরন দুখের নিবাস।
ও রাখিস কি খবর তোর আঘাতে জমে গেছে নীল আকাশে জমিনের নীল বেদনা।
আমাকে কেন জোছনা দেখালি? আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি? আমাকে কেন জোছনা দেখালি?
আমাকে কেন জোছনা দেখালি? আমাকে কেন জোছনা দেখালি?
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя