Kishore Kumar Hits

Artcell - Itihas текст песни

Исполнитель: Artcell

альбом: Onnosomoy


আজ আমি আলোছায়া
আজ আমি অন্ধকার
সময়ের হারানো পথে
আজ ভেঙেছে ঘুম চেতনার
পৃথিবীর কোলাহল নির্জনে
আপোষের এ বেঁচে থাকা
পেছনে ফেলে ইতিহাস
যাবে না ভাঙা চার দেয়াল
কুয়াশা ঢাকা স্বপ্ন আমার
খুঁজে ফিরি ধূসর সীমানায়
বদ্ধ ঘরে আলোছায়ায়
থমকে থাকি নির্জনতায়
হয়নি পাওয়া কিছু আর
শুধুই অন্ধকার
আজ আমিই এক শূন্যতা
তবুও চেয়ে রই মুক্তির আশায়
শান্তির আশায়
বিধাতারই একটু ইশারায়
ভেঙে গেছে স্বপ্ন অসহায়
পথিকেরই মত খুঁজে ফিরি
পথে পথে করুণা
সত্য যা দেখ সবই
মিথ্যের মায়াজালে ঘেরা
আমাদের সাথে ছলনা অদৃষ্টের করা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Icons

Исполнитель

Balam

Исполнитель