Kishore Kumar Hits

Artcell - Uthshober Uthshahe текст песни

Исполнитель: Artcell

альбом: The Platform Live: Artcell (Season 1, Vol.1)


আমার অবারিত দরজা জুড়ে
সম্ভাবনার রঙিন মলাট
আমার শরীর ডুবে আছে
অবিরাম মৃত উষ্ণতায়
তুমি যে রোদ মাখবে বলে
মেতে উঠেছো রঙের উৎসবে
আমার বিষাদ ছায়া হয়ে
ঢেকে দেয় তোমায়
জানবে আমি শুধু আমি নই
আমি মানে অন্য কেউ কিংবা প্রতিবিম্ব
তোমাতে মিলিয়ে আমার
সব সুর তোমারই সঙ্গোপনে
তোমার এ অন্ধকারে যে শব্দ বয়ে চলে
এসো কান পেতে রই নীরবে
মনেরই ইন্দ্রজাল জুড়ে যে স্বপ্ন খেলা করে
নেবো সেই সীমানায় তোমাকে
যত দূর চলে গেলে দূরত্ব ঘোচাবে
নিভে যাওয়া মানুষ জ্বলবে আলো হয়ে
সেইখানে তোমাকে জানাবো গোপনে
স্বপ্ন মানে পাশে থাকা
সময়ের হাত ধরে
নতুন স্মৃতি নিয়ে
আমি থাকবো
পথ চেয়ে
ছদ্মবেশে

আবার এসে দাঁড়ালে একা
দেখবে আমার চোখে সম্ভাবনা
জীবন জুড়ে থাকা পরাজয়
হয়েছে ম্লান চিরকাল
জানবে তুমি ভোর হওয়া চোখে
যে অবিরাম স্বপ্ন দেখেছ
আমি সেই বাস্তবতা কিংবা মলিন সান্ত্বনা

আমাদের অভিধানে মিথ্যের হয় অনুবাদ
অবসাদ আশ্রয় খোঁজে
মানুষের অন্ধকার ঘরে
প্রতিবাদ প্রতিরোধ ভুলে
আনমনে মেনে নেয় পরাজয়
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে
তখন ভাঙতে হবে ঘোর হাতে রেখে হাত
হেরে যাওয়াকে বন্দি করে রেখে
জাগতে হবে রাত আলো জ্বেলে রেখে
উৎসবের উৎসাহে
বিস্তীর্ণ উজানে একলা হয়ে গেলে
চিনিয়ে নেবো পথ চিহ্ন এঁকে এঁকে
পিছু ফিরে তাই ফিরতে যদি হয়
পাড়ি দেবো পথ নিমেষে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Icons

Исполнитель

Balam

Исполнитель