Rupak Tiary - Premik Na Hoy Bhabo текст песни
Исполнитель:
Rupak Tiary
альбом: Premik Na Hoy Bhabo
যাও ভুলে যাও
সেই আলগা চোখে প্রেম বুঝানোর মানে
পাও সুখ পাও সত্যিগুলো ঢেকে অভিমানে
ইচ্ছে হলে বায়না ধরো
সোহাগ চোখে কান্না করো
আগের মতোই আগলে তবু রাখো
নালিশ ভরা ঘুমের ঘড়ে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
♪
আবেগে লুকোচুরি আরালে মন ভারি
তোমারি কাছে এসে তোমারি কাছে এসে
প্রেমেরই কথা হউক বাকি অদরকারি
তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে
আবেগে লুকোচুরি আরালে মন ভারি
তোমারি কাছে এসে তোমারি কাছে এসে
প্রেমেরই কথা হউক বাকি অদরকারি
তোমায় ভালোবেসে তোমায় ভালোবেসে
বারে বারে ভুল বুঝেছি
তোমার চোখের ভাষায়
যা আমি নই তা হতে চাই
প্রেমিক হবার আসায়
ইচ্ছে হলে বায়না ধরো
সোহাগ চোখে কান্না করো
আগের মতোই আগলে তবু রাখো
নালিশ ভরা ঘুমের ঘড়ে
আলশে মনে রাত দুপুরে
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
ভুল করেই প্রেমিক নাহয় ভাবো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя