Kishore Kumar Hits

Miftah Zaman - Otopor Chiro Odhora текст песни

Исполнитель: Miftah Zaman

альбом: Adorer Shuktara


এক ফাগুনে ফোটে কত ফুল
হয়নি কভু গুনা
বিদায় তিথির সবগুলো গান
হয়নি সেদিন শোনা
যায়না মাপা ঠিক কত জল
এক বরষায় ঝরে
তবুও আকাশ ঝেপে বৃষ্টি এলে
সে তোমায় মনে পড়ে
এখানে আমি কাঁদতে আসিনি
ভিজিয়ে চোখেরই পাতা
বৃষ্টি যখন শুধু আমাকে ভাবায়
ভরে ওঠে গানেরই খাতায়
এক দুপুরে শুকাতে কি পারে
ঢেউ যত আছে সাগরে
যে পাখি ডানা মেলেছে ভোরে
সন্ধ্যায় আসে তো ফিরে
বিসর্জনের শেষটা কোথায়
বুঝবো কেমন করে
একলা মনের যত না বলা কথায়
সে তোমায় মনে পড়ে
জীবন যখন যেখানে যেমন
তবুও তো আছি বেঁচে
দৃষ্টি এখন খোঁজে পেছনে ফিরে
যতকিছু হারিয়ে গেছে
এক কবিতায় পায়না যে ঠাঁই
কখনো সব উপমা
অতঃপর অবেলায় অনুভবে সে
অবশেষে অদ্বিতীয়া
অবাক চাঁদের সেই আলো হাসে
আজও পৃথিবীর 'পরে
আড়ালে যেথায় তুমি চির অধরা
সে তোমায় মনে পড়ে
সে তোমায় মনে পড়ে
সে তোমায় মনে পড়ে
সে তোমায়... মনে পড়ে...

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Balam

Исполнитель