ঘুমিয়ে গেছে রাজধানী নেই আলোর ঝলকানি পায়ে পায়ে আমি সাবধানী আত্মজীবনের ঘানি টানি আমার স্বপ্নের কুলখানি এপাশে ছিঁড়ছে রঙের জামদানি বাতাসে উড়ে উড়ে উড়ে যাচ্ছে ব্ল্যাকমানি এ ঘরে পড়ে আছে ভাঙা ফুলদানি এই গুলশান বনানীর কোন চারকোণা ফ্ল্যাটে জানি চলে তোমাদের কানাকানি (আমি বোকা চোখে অভিমানী) আমি বোকা চোখে অভিমানী আমি বোকা চোখে অভিমানী আমি বোকা চোখে অভিমানী আমি বোকা চোখে অভিমানী সুয়োরাণী আর দুয়োরাণী দেখছে কিনা কি জানি! একটা চিত্র নিয়ে টানাটানি আমি মাঝখানে হই জ্বালানি আঁধারে চলছে চোরাচালানি আমি দেখি বুঝি লাগে বুকছানি চারিপাশে নিয়ত হানাহানি মিথ্যে আশার চোখধাঁধানি বিধাতা বলো কীভাবে মানি? বিধাতা বলো কীভাবে মানি? ধ্বংস করো শালাদের চোখরাঙানি! আমার এ ধিক্কার ঘোলা পানি হলে হোক না জানাজানি আমার এ ধিক্কার ঘোলা পানি হলে হোক না জানাজানি এ পাড়ে নেই সুখের হাতছানি এ চোখে কত আর নোনাপানি আমি বোকা চোখে অভিমানী আমি বোকা চোখে অভিমানী এ চোখে কত আর নোনাপানি আমি বোকা চোখে অভিমানী