Kishore Kumar Hits

Arafat Mohsin - Polti Le текст песни

Исполнитель: Arafat Mohsin

альбом: Polti Le


ধোঁকা খাওয়ার আগে ভাইয়া পল্টি লে
বোকা হওয়ার আগে ভাইয়া কালটি লে
পানি লাগবো হাতে, আগে বালতি লে
উৎপাত করবি, ধরব তোরে uncle-এ
(লাগা, লাগা, লাগা)
ধোঁকা খাওয়ার আগে ভাইয়া পল্টি লে
বোকা হওয়ার আগে ভাইয়া কালটি লে
পানি লাগবো হাতে, আগে বালতি লে
উৎপাত করবি, ধরব তোরে uncle-এ (what!)
গাড়ি speed-এ, backseat-এ bag ভরা মাল
পুলিশ পিছে, highway-তে মাল খাইয়া টাল
লগেরডি দিছে পল্টি, ভাইয়া, অহন আমার পোষায়
গাড়ি, bag আর টাকা নিয়া অহন মাইনকার চিপায়
শহর অন্ধকার, ধান্দা-ফিকির কইরা বেকার
সবডি চেনা হইয়া গেছে, বারা, আগে locker (oh)
খালি সুবিধাবাদী, কাম খতম, পয়সা হজম (yeah!)
কাইট্টা লবণ লাগাইবো, আদরে দিবো মলম (ay, ay, ay)
সব তো হইলো চেনা, মাল তো হইছে কেনা
হাত ধরছি, মাফ চাইছি, আমারে দিয়া হইব না (yeah!)
কথা তো আর শুনবা না, কী হইছে আর বুঝবা না (ay, ay, ay)
মাইনকার চিপায় পড়লে, ওই পথে তো আর যাবা না
ধোঁকা খাওয়ার আগে ভাইয়া পল্টি লে (পল্টি লে)
বোকা হওয়ার আগে ভাইয়া কালটি লে (কালটি লে)
পানি লাগবো হাতে, আগে বালতি লে (বালতি লে)
উৎপাত করবি, ধরব তোরে uncle-এ (uncle-এ)
ধোঁকা খাওয়ার আগে ভাইয়া পল্টি লে (woo-woo)
বোকা হওয়ার আগে ভাইয়া কালটি লে (woo-woo)
পানি লাগবো হাতে, আগে বালতি লে (বালতি লে)
উৎপাত করবি, ধরব তোরে uncle-এ (woo-woo)
Yeah, এই, কেউ চলে ১০০ গ্রামে (yeah!)
কেউ চলে Instagram-এ (what?)
কেউ নয়টা-পাঁচটা নিয়া মাথায় থাকে traffic jam-এ (oh)
ঘোড়া ডিঙ্গায় খাবি ঘাস (skrr)
পন্ডিত-পিচ্চিরা সাব্বাস (yeah!)
Boss-এর লগে পোদ্দারিতে পড়লে game খাল্লাস (boom, boom, boom)
Hey, ক, ভাববি কই?
এই seen-এর মানচিত্র আঁকছি যখন তুই পড়তি বই (yeah!)
তোর লাগবো shortcut, এই নে, হাতে দিলাম মই (hey)
পোলাপান বাইর হওয়ার আগেই করে হৈচৈ
এই, ছাপা, ছাপা, ছাপা, note পর note ছাপা (yeah!)
গুনতে না পালে তুই momey counting machine লাগা (yeah!)
জমা, জমা, জমা, bag ভর্তি note জমা (yeah!)
দুই দিনের দুনিয়াতে কত খাবি খায়া যা গা
কথা তো আর শুনবা না (ay), কী হইছে আর বুঝবা না
মাইনকার চিপায় পড়লে, ওই পথে আর তো যাবা না
ধোঁকা খাওয়ার আগে ভাইয়া পল্টি লে (woo-woo)
বোকা হওয়ার আগে ভাইয়া কালটি লে (woo-woo)
পানি লাগবো হাতে, আগে বালতি লে (বালতি লে)
উৎপাত করবি, ধরব তোরে uncle-এ
ধোঁকা খাওয়ার আগে ভাইয়া পল্টি লে (woo-woo)
বোকা হওয়ার আগে ভাইয়া কালটি লে (woo-woo)
পানি লাগবো হাতে, আগে বালতি লে (বালতি লে)
উৎপাত করবি, ধরব তোরে uncle-এ

Black Zang, bitch

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Balam

Исполнитель