Kishore Kumar Hits

Arafat Mohsin - Domka Hawa текст песни

Исполнитель: Arafat Mohsin

альбом: The Platform Live: Arafat Mohsin & Raba Khan (Season 1, Vol. 2)


হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ?
প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের
মায়ায়
স্বপ্ন বেঁধেছি আমার দু'জন
কেটেছে সময় মনের মতন
বলো কিভাবে পারি ভুলে যেতে
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ?
প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের
মায়ায়

না বলা কথা খুব আড়ালে
বৃষ্টির ফোঁটা তালে তালে
শোনাবো আজ গানে গানে
না বলা কথা খুব আড়ালে
বৃষ্টির ফোঁটা তালে তালে
শোনাবো আজ গানে গানে
স্বপ্ন বেঁধেছি আমার দুজন
কেটেছে সময় মনের মতন
বলো কিভাবে পারি ভুলে যেতে
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ?
প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের
মায়ায়

চলো হারিয়ে যাই একটু করে
মেঘলা দিনের এই প্রহরে
নতুন এক সুরে
চলো হারিয়ে যাই একটু করে
মেঘলা দিনের এই প্রহরে
নতুন এক সুরে
স্বপ্ন বেঁধেছি আমার দু'জন
কেটেছে সময় মনের মতন
কিভাবে পারি ভুলে যেতে
হঠাৎ এক দমকা হাওয়ায়
তোমাকে খুব কাছে পাওয়ায়
মনের ভেতর কিসের শিহরণ?
প্রেমের
মনের খুব কাছে তুমি
বেঁধে রাখো আমায় যদি
ভাসবো তখন অনুভবের
মায়ায়

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Balam

Исполнитель