বিরহের শ্রাবণে চোখ দু'টি ভিজে যায় কি ভুল করে ভেঙেছে সাজানো স্বপ্ন সব মনেরই অগোচরে ও বিরহের শ্রাবণে চোখ দু'টি ভিজে যায় কি ভুল করে ভেঙেছে সাজানো স্বপ্ন সব মনেরই অগোচরে ও বিরহের শ্রাবণে চোখ দু'টি ♪ ওই চোখে ছিলো কি জানি না আর ফিরে সে এলো না ওই চোখে ছিলো কি জানি না আর ফিরে সে এলো না মন তাই প্রেমেরই সাগরে ডুবে মরলো কোন ঝড়ে ভেঙেছে সাজানো স্বপ্ন সব মনেরই অগোচরে বিরহের শ্রাবণে চোখ দু'টি ♪ মনটা মরেছে সেই কবে এ জীবন শুধুই মরু মনটা মরেছে সেই কবে এ জীবন শুধুই মরু শেষটা আছে যেখানে তার নেই তো কোনো শুরু ভেঙেছে সাজানো স্বপ্ন সব মনেরই অগোচরে ও বিরহের শ্রাবণে চোখ দু'টি ♪ পথ ভুলে যদি কখনো সে আসে আমার কাছে পথ ভুলে যদি কখনো সে আসে আমার কাছে দিন যে গুনি আমি আজও ছবি আঁকি অন্তরে ভেঙেছে সাজানো স্বপ্ন সব মনেরই অগোচরে ও বিরহের শ্রাবণে চোখ দু'টি ভিজে যায় কি ভুল করে ভেঙেছে সাজানো স্বপ্ন সব মনেরই অগোচরে ও বিরহের শ্রাবণে চোখ দু'টি