আজ পাতার রাত সাঁতার মাঝ পথে অন্ধকার থেকে যায়, রেখে যায়, ঢেকে যায় আনন্দে শহর গাইছি গান, দুলছে সব, আমার চোখে শূন্যতা থেকে যায়, রেখে যায়, কেটে যায়, আরও একটা বছর আর আশা নেই, ধুয়ে যাচ্ছে সময় ধরা পড়ে যায় আমাদের অভিনয় আমি ঘড়ির কাটার মত ঘুরে যাই আমি ঘড়ির কাটার মত ঘুরে যাই সবাই থাকুক বছর ঘোরার অপেক্ষায় গালভরে শব্দ সব কিছু মনে থাকবে না গালভরে শব্দ সব কিছু মনে থাকবে না রক্তপাত কাটছে হাত এ রুমালে গন্ধ কার? থেকে যায়, রেখে যায়, মেখে যায়, সবার জীবন মাপছি রঙ, সাজছি সঙ এ প্রার্থনা অন্য সুর হেটে যায়, রেগে যায়, বেকে যায়, শুনছি কজন ঐ চেনা যায়, আর ঐ চেনা যায় না এই কুয়াশায়, সব বোঝা যায় না আমি ঘড়ির কাটার মত ঘুরে যাই আমি ঘড়ির কাটার মত ঘুরে যাই সবাই থাকুক বছর ঘোরার অপেক্ষায় গালভরে শব্দ সব, কিছু মনে থাকবে না গালভরে শব্দ সব, কিছু মনে থাকবে না গালভরে শব্দ সব, কিছু মনে থাকবে না