Kishore Kumar Hits

Anjan Dutt - Ek Cup Cha текст песни

Исполнитель: Anjan Dutt

альбом: Danny Detective Inc


দিয়েছিলাম আমার মন
তুমি চাইলে গোটা জীবন
আমার সত্তা আমার, তাই চললাম
তোমার চাই চার দেয়াল
আমার ভেতর খামখেয়াল
নতুন করে তাই বেরিয়ে পড়লাম

বন্ধু ছিলাম তোমার তাই
যাবার আগে বলে যাই
মুছে ফেলো চোখের জল, কেঁদো না
চিনেছি আমি তোমায়
চেনোনি তুমি আমায়
বোঝোনি রাস্তাই আমার ঠিকানা
পেয়ে যাবো এক কাপ চা রাস্তায়
ভুলে যাবো যা এই মন ভুলতে চায়
পকেটে আমার নীল আকাশ
আর রাস্তার গন্ধ নাকে-মুখে-গায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়

সাজিয়ে নিয়ে বসার ঘর
কোনটা আপন, কোনটা পর
হিসেব করা আমার দ্বারা হবে না
তোমার বাড়ি রাজার হাট
আমার পকেট গড়ের মাঠ
রাস্তাটাই আজ আমার ঠিকানা
ভেঙে গেছে সম্পর্ক
কেন অযথা তর্ক
কার দোষ কার কী এসে যায়
দু'দিনের অভিমান
Just আরেকটা দুঃখের গান
চলো হাসিমুখে, goodbye
পেয়ে যাবো এক কাপ চা রাস্তায়
ভুলে যাবো যা এই মন ভুলতে চায়
পকেটে আমার নীল আকাশ
আর রাস্তার গন্ধ নাকে-মুখে-গায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়

পেয়ে যাবো এক কাপ চা রাস্তায়
ভুলে যাবো যা এই মন ভুলতে চায়
পকেটে আমার নীল আকাশ
আর রাস্তার গন্ধ নাকে-মুখে-গায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়
পেয়ে যাবো এক কাপ চা রাস্তায়
ভুলে যাবো যা এই মন ভুলতে চায়
পকেটে আমার নীল আকাশ
আর রাস্তার গন্ধ নাকে-মুখে-গায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়
পেয়ে যাবো আমি এক কাপ চা রাস্তায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়
লা-লা-লা, লা-লা, এক কাপ চা রাস্তায়

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Upal

Исполнитель