পোকার মত বেঁচে থাকি আমরা পিষে যাওয়ারই ভয়ে ৯টা - ৬টা কিংবা তারও অনেক বেশি ডুবে থাকি কর্পোরেট লেবাসে হিসেব কষে চলতে হয় সবসময় সুযোগ বুঝে খেলতে হয় নিয়তির সাথে ছোট বাক্সে আমাদের এই ছোট পৃথিবী বইয়ের মাঝে মুখটা গুঁজে বুলি শিখি ঘুরে ফিরে বারেবার ফিরে আসি একই পথে যত ঘুরি, পড়ে থাকি নিচে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে থাকি ভুল স্বপ্নের আশায় চোখ বুঁজে এগিয়ে যাই সবার মত করে চোরাবালির মাঝে টেলিভিশন, শত চ্যানেল - এই তো অবসর সস্তা রিক্যাপ আমাদের স্মৃতি জুড়ে থাকে একইভাবে একই ছাঁচে নিজেদের গড়ি পিছনে তাকাই পরম অবহেলায় ঘুরে ফিরে বারেবার ফিরে আসি একই পথে যত ঘুরি, পড়ে থাকি নিচে ♪ না না না না না না না না... ♪ ঘুরে ফিরে বারেবার ফিরে আসি একই পথে যত ঘুরি, পড়ে থাকি নিচে