আমিতো একটুও দুঃখিত নই তবে কেন ভাবছো আমি ক্ষমা চাই? যদি শুনতে না চাই কোন কথা তবে কেন তোমরা থামছো না? একবারও কি বোঝোনি, আমি আগের মতো নেই এই তোমরাও শুধু স্বীকার করোনি স্বার্থপর আমি, দ্বিধাগ্রস্থ নই শীতল হতে পারি, তবু নিজেকে আড়াল করিনি আঘাতে আঘাতে দাঁড়াতে শিখেছি তোমাদের ভুলে নিজেকে চিনেছি আমি জানি আমি কে যা ইচ্ছে বলো তোমরা আমি তো একটুও অস্থির নই তবে কেন ভাবছ হঠাৎ এ পথচলা আজ আমি বেহায়া, আজ আমি পথহারা তোমাদের সাথে নেই বলে আমার সহনীয়তা, আমার নিরবতাকে ভেবো না তোমাদের স্বপ্নের দেয়াল স্বার্থপর আমি, দ্বিধাগ্রস্থ নই শীতল হতে পারি তবু নিজেকে আড়াল করিনি আঘাতে আঘাতে দাঁড়াতে শিখেছি তোমাদের ভুলে নিজেকে চিনেছি আমি জানি আমি কে যা ইচ্ছে বলো তোমরা ♪ কীসের অহংকারে তোমাদের অবগাহন আমার এই রাজত্বে মন্তব্য নিষ্প্রয়োজন