Shafiq Tuhin - Surjo Muchki Hashey текст песни
Исполнитель:
Shafiq Tuhin
альбом: shafiqtuhin.com
সুরে সুরে গুন গুনিয়ে
কত কথা যায় শুনিয়ে চুপটি করে দক্ষিনা বাতাশ
নীল রং এর সারি পড়ে অপরুপ করে সেজেছে দেখ ঐ নীল আকাশ যা দেখি লাগে কী ভাল
স্বপ্ন আজ মেলেছে ডানা চঞ্চল এই চেনা
কীছুতেই আমার আজ মানে না মন মানা
দেখ আমারি খুশিতে ঐ বাগানে ফুল ফটে
সেই খুশিতেও সূর্যটা মুচকি হেসে ওঠে
দেখ আমারি খুশিতে ঐ নদীতে ঢেও ওঠে সেই খুশিতে ও সূর্যটা মুচকি হেসে ওঠে
স্বপ্নরঙে ভাবনা সুয়ে সারাক্ষন বাধাহীন কথা চেপে যায় ওড়ে সারাক্ষন স্বপ্ন দোলায় ভাসিয়ে তোমায় নিয়ে যাব সপ্নের দেশে
অল্প লোকে ছেয়ে থেকে চলে যাব স্বপ্নানীলা দেশে
দেখ আমারি খুশিতে ঐ বাগানে ফুল ফটে
সেই খুশিতেও সূর্যটা মুচকি হেসে ওঠে
ছয়ে যায় আমায় বিকেলের সোনা রোদে
রিদয়ে অনুক্ষন বেচে যায় আজ সুখের মহা দিনেরও শেষে নদীর দেশে হারাব আজ দুজনায় অন্য দিনের গল্প বুনে দুরে হারাব দুজনায়
দেখ আমারি খুশিতে ঐ বাগানে ফুল ফটে
সেই খুশিতেও সূর্যটা মুচকি হেসে ওঠে সুরে সুরে গুন গুনিয়ে
কত কথা যায় শুনিয়ে চুপটি করে দক্ষিনা বাতাশ
নীল রং এর সারি পড়ে অপরুপ করে সেজেছে দেখ ঐ নীল আকাশ যা দেখি লাগে কী ভাল
স্বপ্ন আজ মেলেছে ডানা চঞ্চল এই চেনা
কীছুতেই আমার আজ মানে না মন মানা
দেখ আমারি খুশিতে ঐ বাগানে ফুল ফটে
সেই খুশিতেও সূর্যটা মুচকি হেসে ওঠে
দেখ আমারি খুশিতে ঐ নদীতে ঢেও ওঠে সেই খুশিতে ও সূর্যটা মুচকি হেসে ওঠে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя