Kishore Kumar Hits

Mcc-e Mac - Eseche Ke - Cosmic Edition текст песни

Исполнитель: Mcc-e Mac

альбом: Eseche Ke - Cosmic Edition


না বলা-
না বলা, না বলা, না-
না বলা কথা রয়ে যাক না
তবুও দিনশেষে টিকে থাকা
না ছুঁতে পুড়ে হয়েছে শুকনা
বুকে টেনে নিলে হবে বিষ আর কাঁটা
পুরানো স্মৃতিতে ভালো আছি
বিপদে পড়ে শিখে নিব আমি
সীমানা ঘিরে চলে যুদ্ধ
ফুরানোর ভয়ে সবকিছু তো হারাল
আলো দেখি না কতদিন হয়ে গেল
কেন ভালো থাকাটা বোঝা হয়ে গেল
কিছু ঠিক নাই, আমার কিছু ঠিক নাই
ফাঁকা মাঠে পালানোর কোনো দিক নাই
পরিবর্তনের নীতি যার মিল নাই
সত্যবাদী বলে, "মিথ্যাবাদী আমি"
মিথ্যাবাদী নাকি ধ্বংসকারী, ভয় দিব পাড়ি
কী জানি
হুঁশিয়ার হয়ে চলা শিখিনি
এভাবে থেমে যাব ভাবিনি
এ পথে ছিল কাঁটা
জীবনের পিছুটান
না বলা কথা রয়ে যাক না
তবুও দিনশেষে টিকে থাকা
না ছুঁতে পুড়ে হয়েছে শুকনা
বুকে টেনে নিলে হবে বিষ আর কাঁটা
বাজে দিন-দিন, আমি খুব mean
প্যারা chill লাগে যেন সব scene, থাকি খুব clean
একা চলতে হবে no flex team, that's my dream
জীবনটা স্বপ্ন হয় না, যেন সত্যি হয় না
আমার লেখা কথাগুলা মিথ্যে হয় না
আমি মেনেছিলাম যেটা বুঝেছিলাম
পৃথিবীকে আমি দেখে নিলাম
এসেছে কে?
নিজেকে ভালোবাসি না
এসেছে কে?
একা একা আর হাসি না
এসেছে কে?
জীবনের মানেটা হারিয়ে
এসেছে কে?
এসেছে কে?
জানি না

আমি যে বুঝিনাই
অযথা দেখে তা খুঁজি নাই
সকালের সূর্যোদয় কতকাল ধরে দেখি নাই
স্বভাবে অভিযোগ দিয়ে গেলে তাতে ক্ষতি নাই (ক্ষতি কী?)
চার আনা জীবনে দুই আনা বাকি, খুঁজি তাই

না বলা কথা রয়ে যাক না
তবুও দিন শেষে টিকে থাকা
না ছুঁতে পুড়ে হয়েছে শুকনা
বুকে টেনে নিলে হবে বিষ আর কাঁটা
পুরানো স্মৃতিতে ভালো আছি
বিপদে পড়ে শিখে নিব আমি
সীমানা ঘিরে চলে যুদ্ধ
ফুরানোর ভয়ে সবকিছু তো হারাল

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

NS

Исполнитель

GxP

Исполнитель