ওহ-ওহ-ওহ-ওহ-ওহ-ওহ-ওহ...
লাগা চক্কর! (চক্কর)
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
ঢাকা city মানে টেকা city
Public ও city আর মুখে মারেও সিটি
আর এই সিটিবাজগোরে হো ভাই কোন হালায় আটকায়
চাক্কার ধাক্কায় ঢাকা city ঘুরপাক খায়
আর ধাক্কায় ধাক্কায় যত গুলি লোহা লক্কর
ঠেলিতে ঠেলিতে ঠেলাগাড়িতে আমার টক্কর
ঠেইকা থেকে যত পইড়া ভটকা থেইকা ভক্কর
চলছে গাড়ি যাত্রাবাড়ী, পিচ্চি টানে ময়লার গাড়ি
একছো না পাঁছছো না, এক হাজারে বান দিলে
মতিঝিলে briefcase-এ টেকা লইয়া ঢোক গিলে
নাক তাওতা সুলুপা বাকি পালুসা কালক মাঠে
বুইড়া কাকা কয় বাঙালের মাতৃভূমি ঢাকা
মালিটোলা-সুরিটোলা, ধুপখোলা-রদখোলা
থেইকা টান মাইরা খিলগাঁও-তালতলা
আর বাবুবাজার তাঁরা মসজিদ-আরমানিটোলা
যত ঢাকাইয়া পোলালে জোরে চিল্লায়া ডাকবি ঠোলা
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
এই আমার মহানগর, আমার concrete এর জঙ্গল
জালালি দঙ্গল, ঢাকা city দখল
Double S, সাধু মার সাফায়াত
ধানমন্ডি-লালবাগ লাগব যায় যাত্রাবাদ
ঘুইড়া-ফিরা সব শালা ভুগী-চুগী বাটপারী
খোদার উপর খোদগাড়ী
পরের ধনে পোদ্দারি
মাগনা খাইলে চাওনা পাইলে
বাড়ি-ঘর চিনো তাইলে
ভগলপুরের ticket কাট তুই
জামিন নাইগা ধরা খাইলে
খবর ল কোন ব্যাপারি করে কালা কারবারি
মাইনকার চিপায় পইড়া হজম করে customer-এর ঝাড়ি
স্বামী বিদেশে বৌদি daily সাঁইজা-গুইজা কই যায়?
খবর ল খবর ল, খবর নাইরে তাইলে বন্ধ কর খাজুইরা আলাপ
ভালোর ভালো, খারাপের খারাপ
খাঁড়ার উপ্রে পল্টি-পাল্টি হিসাব নিকাশ মিটাশ
বাকির পয়সা কিস্তিতে, হইয়া যাইবোগা বিকাশে
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
সব বাঙাল হুজুগে আইবার চায় ঢাকা
হাতখার মোড় পিসলা মোড় দেখায় ফাঁকা
Highcourt এর হদিস নাই জুতা পায়ে Bata
এর লাইগা এই city'র নাম ঢাকা
ছাল ছাড়া নাম কুত্তার 'বাঘা'
খবর ল কমছে পানি দেশে যাগা
পকেটমার গুলিস্তান আইয়া ঘুরে হাবা
আর পোলায় বাপের টাকায় গালায় বাবা...
ঢাকায় উপকারে খায় ঘাড়ে লাত্থি
সেকেন্ডে দেহায় নিজের অকাত কী
বদ-জ্বীন বাজাইরা ভাওয়াগের খালাইরা
ঢাকাইয়া খোমা মাপলে যাবি auto তুই ভাইংগা
দেশ কয় ক্ষেত বেচলে building বানাস কই?
Trigger চালাইলে কেজি দরে বেগুন পাছ কই?
এই city জালালি বাকি সব ফাঁকি
ভোদাই-ভাদাইম্যাগোরে দৌড়ের উপর রাখি
Hey ঢাকা city (city)
জায়গায় জায়গায় লাগে পয়সা-পাত্তি (পাত্তি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
Hey ঢাকা city (city)
পিছে লোকরা মাল সাপ্লি(সাপ্লি)
বোমাবাজি-চাঁন্দা বাজি (বাজি)
বাসের কালো ধুঁয়া, রাজনীতি (ঢাকা city)
মহাজনপুর, ওয়ারী, নবাবপুর, থেইকা আজিমপুর
লালবাগ, সূত্রাপুর থেইকা কল্যাণপুর
শ্যামলী, মোহাম্মদপুর-পুরে থেইকা দিল্লী বহুদূরে
ঢাকা tour-এ রিকশা ঘুরে
মহাজনপুর, ওয়ারী, নবাবপুর, থেইকা আজিমপুর
লালবাগ, সূত্রাপুর থেইকা কল্যাণপুর
শ্যামলী, মোহাম্মদপুর-পুরে থেইকা দিল্লী বহুদূরে
ঢাকা tour-এ রিকশা ঘুর!
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя