জা জা জালালি
হরদম হামেশা পুরা টাইনা লয়
ফাকুচ্চি ফিকিরে সরকারি আমলা
ফুরাইলে তোর ফুটানি
ফিকিরি চাংগা
চিকনে ডুইবা পানি খায়া চলে ধান্দা
তোর হাতে কি সোলেমানি, চাক্কু?
ডরাইসি, জ্ঞানবুদ্ধি মাল পানি হারাইয়া ফসাইসি
খেতের ভাও কিষানের কপালে কুফুরি
কিতাবে মুইতা খাতা বাহাইসি
বৃষ্টিতে ঢুকার আগে পইরা লইয়েন ছাতা
নাইলে হইয়া যাইবেন নবজাতকের পিতা
ছাতকের কমলা সিলেইট্টা ফুরি
বাংগালে দেহায় ঢাকা লইয়া বাহাদুরি
তুই চেডের বাল চোদনের ভিসালেস অফিসার
ওকাতের হাফিজি লে হাতে আগে বার
গরিবের জবান নাই হাকুলার ইজ্জত
সাধুর জবানের জরিপ লয় হালাই খচ্চর
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
লাগা লাগ ভেলকি লাগ, লাগা লাগ ভেলকি লাগ
বুম বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
জালা জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
চোখের ভিতর দশ এগারো বারো নম্বর থেইকা তেরোতে
বর্তমানে কারিগর সব তেরো লেভেল বারুদে
তিন পাগলার আরদে, বাংলা র্যাপের গারদে
বিট বানাই ঢাকা থাইকা মাটি কাপাই ভারতে
উই জালালি সেটের রেডি বোমা মার্কেটে
মতলব এবার অলটাইম খোমা সবডির টার্গেটে
আর একের মাল টেবিলে, মতলব আমার বাম কান্দের উপর থাইকা মাথায় চলে ডেবিলে
আর লিকারেতে মাথা থাইকা ফিলিংস আসে স্পীকারেতে
সাবউদ্দিনের বাংলা হুনবেন তেরো নাম্বার ফিগারেতে
হু, আরে যারে পাবি তারে খা,
একের চাবি হাবিজাবি জিন্দেগি, লারে লাবা বারেবা
ওয়ান পার্ট না, টু পার্ট না, থ্রি পার্ট? কোন পার্ট?
ধুর বোকা এইটার নামই সীন পার্ট
তেরো লেভেল ছবির নাম আর গ্রুপের নাম জালালি
বাকী সবডি আবাসিক হোটেলের ভিতরে মাগি লইয়া দালালি
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
লাগা লাগ ভেলকি লাগ, লাগা লাগ ভেলকি লাগ
বুম বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
জালা জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
লাগে ধামাকা, জাগায় জাগায় ঝুলে ব্লিং ব্লিং
ঝাকানাকা ঝাকানাকা মজ মাস্তি সারাদিন
আমার পরিচয়, শাফায়েত ওরফে ১২০৭
খুইজা দেখ বুইঝা পাবি রাজকীয় বাঙালি কারে কয়!
তাপ তাপ লুরি, ইসলে জিনা ডুরি
লোপে পাপ, পাপে পেট বিষ ব্যারাম ভুলি
সবই কেরামতি জহুরতি বলে মুখের বুলি
সানডে মানডে ক্লোজ দৌড়ের উপর টিকাটুলি
তেরো লেভেল জীবন যাত্রা ভাইয়া
দোকানে দোকানে হৈ চৈ
এলাকায় পাঙ্খা লাগায় মাথা পটকা
মনচুরা তুই পাগলা পানি খাইয়া দমে দম লইয়া ভিম
মনে বাত্তি জ্বালাইয়া সই জালালি
ওস্তাদের মাইর শেষ রাইতে
সাইডে চাইপা খাড়া হাউয়া দেহাইতে
গুল খিলে ময়দানে শয়তানে ঝিলকে
লাগা লাগা লাগা লাগা লাগা লাগা চোখে মুখে ভেলকি লাগা
জাল্লে জালালি জা জা জালালি তেরো লেভেল
জাল্লে জালালি জা জা
জাল্লে জালালি জা জা জালালি তেরো লেভেল
জাল্লে জালালি জা জা জাল্লে জালালি
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
লাগা লাগ ভেলকি লাগ, লাগা লাগ ভেলকি লাগ
বুম বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা চোখে মুখে ভেলকি লাগা
বুম শাকালাকালাকা বুম বুম শাকালাকা
জালা জাল্লে জালালি জা জা জাল্লে জালালি হা...
সই
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя