ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে রাতের আভাসে কথা ছিল থাকবে পাশে আমার হয়ে সে ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে রাতের আভাসে কথা ছিল থাকবে পাশে আমার হয়ে সে ঐ আকাশ ঘিরে সকাল হতে আছি বসে আমি একলা এলো না সে মিছে আমার গেল যে বেলা সকাল হতে আছি বসে আমি একলা এলো না সে মিছে আমার গেল যে বেলা কান্না আমার অশ্রু হয়ে শুকায় বাতাসে ঐ আকাশ ঘিরে এই নির্জন মৌবনও জানে আজ সারাক্ষণ ভরে অভিমানে আপন হাতে মালা গেথে কখন রেখেছি পথের ধারে কনকচাঁপা ছড়িয়ে রেখেছি আপন হাতে মালা গেথে কখন রেখেছি পথের ধারে কনকচাঁপা ছড়িয়ে রেখেছি আঁধার ছেয়ে এলো কখন রাতের পরশে ঐ আকাশ ঘিরে সন্ধ্যা নামে রাতের আভাসে কথা ছিল থাকবে পাশে আমার হয়ে সে ঐ আকাশ ঘিরে