রসিক রতন পইড়া গেছে তোমার প্রেমে হায়
মন নিয়েছো বন্ধু তুমি, প্রাণ দেবো কোথায়?
রসিক রতন পইড়া গেছে তোমার প্রেমে হায়
মন নিয়েছো বন্ধু তুমি, প্রাণ দেবো কোথায়?
পইড়া গেছি, বন্ধু, আমি তোমার প্রেমেতে
ডুইবা ডুইবা সাঁতার কাটি প্রেমের সাগরে
জলে ভাসা পদ্ম তুমি, আমার হবু বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
আরে, জলে ভাসা পদ্ম তুমি, আমার হবু বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
♪
উইড়া যাবো, বন্ধু, আমি মইরা যাবো রে
তোমার প্রেমে এত গরম, জ্বইলা যাবো রে
ও, উইড়া যাবো, বন্ধু, আমি মইরা যাবো রে
তোমার প্রেমে এত্ত গরম, জ্বইলা যাবো রে
পাগল হইসি তোমার প্রেমে, পাড়ার লোকে কয়
মাঝে মাঝে উঁকি মারি তোমার জানালায়
জলে ভাসা পদ্ম তুমি, আমার হবু বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
এই, জলে ভাসা পদ্ম তুমি, আমার হবু বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
♪
ঝিংকু-নাকুর নাক্কু-নাকুর নাক্কু-নাকুর-না
আরে, ঝিংকু-নাকুর নাক্কু-নাকুর না-না না-না না
♪
সুখে থাকতে ভুত্তে কিলায়, কইতো গুণীজন
বরযাত্রী নিয়া আইসি, করবো রে আপন
এই, সুখে থাকতে ভুত্তে কিলায়, কইতো গুণীজন
বরযাত্রী নিয়া আইসি, করবো রে আপন
ভালোবাইসা একবারে তুই বল না আমারে
"তোমায় আমি ভালোবাসি অনেক বেশি রে"
জলে ভাসা পদ্ম তুমি, আমার হবু বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
এই, জলে ভাসা পদ্ম তুমি, আমার হবু বউ
আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ
Поcмотреть все песни артиста