Jisan Khan Shuvo - Piriter Shampan текст песни
Исполнитель:
Jisan Khan Shuvo
альбом: Piriter Shampan
চন্দ্র-সূর্য, গ্রহ-তারা
যে যার মতো আছে তারা
চন্দ্র-সূর্য, গ্রহ-তারা
যে যার মতো আছে তারা
আমি বন্ধু তুই-হারা
পাগল-পেরেশান
কার জোয়ারে ভাসাইলি তোর
পিরিতের সাম্পান?
বন্ধুর এত অভিমান
কার জোয়ারে ভাসাইলি তোর
পিরিতের সাম্পান?
♪
কার আকাশের ঘুড়ি রে তুই?
নাটাইটা কার হাতে?
কোন আশাতে বাঁধলি রে ঘর
ভিনদেশির সাথে?
কার আকাশের ঘুড়ি রে তুই?
নাটাইটা কার হাতে?
কোন আশাতে বাঁধলি রে ঘর
ভিনদেশির সাথে?
এত ভালোবাসার বুঝি
এই প্রতিদান?
কার জোয়ারে ভাসাইলি তোর
পিরিতের সাম্পান?
বন্ধুর এত অভিমান
কার জোয়ারে ভাসাইলি তোর
পিরিতের সাম্পান?
♪
খালি কইরা মনের খাঁচা
কই রে পালাইলি?
কার আদরে নতুন কইরা
ভুলস রে তুই ভুলি?
খালি কইরা মনের খাঁচা
কই রে পালাইলি?
কার আদরে নতুন কইরা
ভুলস রে তুই ভুলি?
এখন পাড়ার লোকে মন্দ বলে
করে অপমান রে
কার জোয়ারে ভাসাইলি তোর
পিরিতের সাম্পান?
বন্ধুর এত অভিমান রে
কার জোয়ারে ভাসাইলি তোর
পিরিতের সাম্পান?
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя