তোর কারণে, তোর কারণে এমন অবস্থা নিজেরেই নিজের লাগে ভয়, দু'চোখে অন্ধকার দেখি যখন চারিদিকে কই এই শহরের কোনো একটা হুড-তোলা রিক্সায় তোর হাত নাকি অন্য হাতে রয় তোর যাওয়ার কারণে হাতে কত blade-এর দাগ সেসব দাগ শুকানোর আগেই তোর অন্য হাতে হাত বল না কী করে, বল না কী করলে তোর মতো মন পাথর হয়ে তোরে ভুলে যাবে কত ফোঁটা রক্তের তুলনা এক ফোঁটা কান্না ওরে, একটু একটু করে তোরে সময় বোঝাবে ♪ তোর মায়া বোতলে থাকা অবশিষ্ট দুইটা peg-এর মতো শেষ হবে জেনেও ভাবি যদি শেষ না হয়ে যেতো এমন কোনো উপায় বাদ রাখি নাই ভুলতে আমি তোরে তবু হেঁচকি এলেই মনে হয় তুই ভাবছিস এই আমারে ভেবেছিলাম শেষ অবধি যাবো তোর সনে কী অদ্ভুত, আমার কথাই নাই আর তোর মনে বল না কী করে, বল না কী করলে তোর মতো মন পাথর হয়ে তোরে ভুলে যাবে কত ফোঁটা রক্তের তুলনা এক ফোঁটা কান্না ওরে, একটু একটু করে তোরে সময় বোঝাবে ♪ তোর জন্য এখনও আমি বাসে চড়ে যাই তোর জন্য কিছু কিনবো ভেবে হাতখরচ বাচাই তোরে আমার চেয়ে একটু বেশি যত্ন করবো তাই আমি আমার নিজের প্রতি নিজের যত্ন রে কমাই তুই আর আমি একসাথে খুব সুখে বাঁচবো তাই শত মরণ যন্ত্রণায় পড়েও মরতে পারি নাই বল না কী করে, বল না কী করলে তোর মতো মন পাথর হয়ে তোরে ভুলে যাবে কত ফোঁটা রক্তের তুলনা এক ফোঁটা কান্না ওরে, একটু একটু করে তোরে সময় বোঝাবে বল না কী করে, বল না কী করলে তোর মতো মন পাথর হয়ে তোরে ভুলে যাবে