Arman Alif - Shorbonashi Meye текст песни
Исполнитель:
Arman Alif
альбом: Shorbonashi Meye
বদলে যাওয়া স্বভাব তোমার
বদলে গেছ খুব
বুকটা আমার শূন্য করে
কোথায় দিলে ডুব?
বদলে যাওয়া স্বভাব তোমার
বদলে গেছ খুব
বুকটা আমার শূন্য করে
কোথায় দিলে ডুব?
কারে দেখাও স্বপ্ন আবার?
হইলা কার হৃদয়ের রাণী?
কারে দেখাও স্বপ্ন আবার?
হইলা কার হৃদয়ের রাণী?
সর্বনাশী মেয়ে, তোমায় চিনতে পারিনি
ভুলে ভরা মানুষ তুমি, চিনতে পারিনি
সর্বনাশী মেয়ে, তোমায় চিনতে পারিনি
ভুলে ভরা মানুষ তুমি, চিনতে পারিনি
মন ভোলানো হাসিতে কাইড়া নাও অন্তর
হাতটা ধরে দাও ছেড়ে একটুখানি পর
তোমার জন্য ঝরলো আমরা চোখের পানি
হৃদয় থেকে তোমার ভালোবাসা পাইনি
মন ভোলানো হাসিতে কাইড়া নাও অন্তর
হাতটা ধরে দাও ছেড়ে একটুখানি পর
তোমার জন্য ঝরলো আমরা চোখের পানি
হৃদয় থেকে তোমার ভালোবাসা পাইনি
কারে দেখাও স্বপ্ন আবার?
হইলা কার হৃদয়ের রাণী?
কারে দেখাও স্বপ্ন আবার?
হইলা কার হৃদয়ের রাণী?
সর্বনাশী মেয়ে, তোমায় চিনতে পারিনি
ভুলে ভরা মানুষ তুমি, চিনতে পারিনি
সর্বনাশী মেয়ে, তোমায় চিনতে পারিনি
ভুলে ভরা মানুষ তুমি, চিনতে পারিনি
রাত নিশিতে জোনাকী সঙ্গী আমার হয়
কষ্ট-কষ্ট লাগে আমার সময়-অসময়
একলা একলা ভয় হয় আমার, খুব ভয় হয়
যারে আপন-আপন করি, সে তো আপন নয়
রাত নিশিতে জোনাকী সঙ্গী আমার হয়
কষ্ট-কষ্ট লাগে আমার সময়-অসময়
একলা একলা ভয় হয় আমার, খুব ভয় হয়
যারে আপন-আপন করি, সে তো আপন নয়
কারে দেখাও স্বপ্ন আবার?
হইলা কার হৃদয়ের রাণী?
কারে দেখাও স্বপ্ন আবার?
হইলা কার হৃদয়ের রাণী?
সর্বনাশী মেয়ে, তোমায় চিনতে পারিনি
ভুলে ভরা মানুষ তুমি, চিনতে পারিনি
সর্বনাশী মেয়ে, তোমায় চিনতে পারিনি
ভুলে ভরা মানুষ তুমি, চিনতে পারিনি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя