এক আকাশ নীল তুমি তুমি আমার সাত সমুদ্র জল তুমি আমার বটবৃক্ষ তোমার ছায়ায় আমি সুশীতল তোমার কাঁধেই চড়ে পৃথিবী দেখা তোমায় ধরেই আমার চলতে শেখা, বলতে শেখা বাবা, তুমি ছাড়া আমি একা বাবা, তুমি ছাড়া আমি বড়ো একা বাবা, তুমি ছাড়া আমি একা বাবা, তুমি ছাড়া আমি একা আমি শূন্য একা ♪ পড়তে গেলে ধরতে তুমি দু'টি হাত বাড়িয়ে স্বপ্ন দেখিয়ে সামনে এগিয়ে তুমি গেছ নিয়ে তোমার আলোয় আমার আলো চারিদিক বাবা, তুমি আমার আঁধার মানিক, আঁধার মানিক বাবা, তুমি ছাড়া আমি একা বাবা, তুমি ছাড়া আমি বড়ো একা বাবা, তুমি ছাড়া আমি একা বাবা, তুমি ছাড়া আমি একা আমি শূন্য একা ♪ লক্ষ্য নিয়ে সখ্য গড়া শুধুই জয়ের সাথে কঠিনেরে আজ করেছি সহজ, তুমি প্রেরণাতে তোমার রক্ত বইছে এ দেহে কেউ নেই প্রিয়, বাবা, তোমার চেয়ে, তোমার চেয়ে বাবা, তুমি ছাড়া আমি একা বাবা, তুমি ছাড়া আমি বড়ো একা বাবা, তুমি ছাড়া আমি একা বাবা, তুমি ছাড়া আমি একা আমি শূন্য একা