Good morning Good morning ♪ আজকে কিন্তু চারটার ভেতরে restaurant-এ চলে এসো OK, মনে আছে স্বরলিপি আপুও আসবে জামাকাপড় আমি সব গুছিয়ে রেখেছি, miss কোরো না Happy anniversary! Thank you! যাই তাহলে, তাড়াতাড়ি চলে আসবো, হুম? আচ্ছা, ঠিক আছে স্যার, একটু এই room-এ আসবেন? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আসতেসি তোমার চোখের মাঝে কেন- সময় দেয়া হয় না বলে কোরো না গো রাগ তোমার চোখের মাঝে কেন অভিমানের দাগ? সময় দেয়া হয় না বলে কোরো না গো রাগ ও, তোমার চোখের মাঝে কেন অভিমানের দাগ? সময় দেয়া হয় না বলে কোরো না গো রাগ ইচ্ছে থাকলে সময় দেয়া কোনো ব্যাপার নয় কথায় আছে, ইচ্ছে থাকলে ঠিকই উপায় হয় ইচ্ছে থাকলে সময় দেয়া কোনো ব্যাপার নয় কথায় আছে, ইচ্ছে থাকলে ঠিকই উপায় হয় তোমার চোখের মাঝে কেন অভিমানের দাগ? সময় দেয়া হয় না বলে কোরো না গো রাগ ♪ সারাদিনই তোমার কাছে মনটা পড়ে থাকে খুব বড়ো দায় কোনো কাজে বসাতে যে তাকে ও, সারাদিনই তোমার কাছে মনটা পড়ে থাকে খুব বড়ো দায় কোনো কাজে বসাতে যে তাকে এসব কথা শুনতে এখন ভালো লাগে না মিষ্টি কথায় সবসময় চিড়ে ভেজে না এসব কথা শুনতে এখন ভালো লাগে না মিষ্টি কথায় সবসময় চিড়ে ভেজে না তোমার চোখের মাঝে কেন অভিমানের দাগ? সময় দেয়া হয় না বলে কোরো না গো রাগ ♪ প্রিয় মানুষ ছাড়া কি কেউ ইচ্ছে করে থাকে? অনেক হলো, একটু এবার বোঝো আমাকে ও, প্রিয় মানুষ ছাড়া কি কেউ ইচ্ছে করে থাকে? অনেক হলো, একটু এবার বোঝো আমাকে যত সময় পাই তোমায়, মন আরও বেশি চায় অনেক বেশি ভালোবাসি, হয়তো কারণ এটাই যত সময় পাই তোমায়, মন আরও বেশি চায় অনেক বেশি ভালোবাসি, হয়তো কারণ এটাই তোমার চোখের মাঝে কেন অভিমানের দাগ? সময় দেয়া হয় না বলে কোরো না গো রাগ