মনোগত উন্মাদ আবার উত্তাল কখনো কাটে যুগে আশ্রয় খুজি উত্তর অস্থির বেদনায় কেন স্থীর কাটে সময় চোখে সপ্ন মুখে গল্প সাথে উচ্চল প্রত্যয় মনে শত রঙিন আলপোনার সাথে সাদা কালো সংশয় যতই অবিচল কাটে রাত, সপ্ন করে শ্বাসরুদ্ধ ইঙ্গিত ইশারাতে যেন খোলা আসমান ডাকে। আমি অন্ধ, অবিনশ্বর ঈষৎ মনের কাঠপুতুল যার নাই কোনো মূল্য খুজি স্বপ্নের ওই সাম্রাজ্য এই অচিন ভিড়ে তোরে খুঁজে ঘুরে ফিরে এই আশার আলো মনে নিভে যায় কখন I wanna fly I wanna fly I wanna fly higher I wanna hide I wanna hide Don't wanna cry I wanna fly I wanna fly I wanna fly higher I wanna hide I wanna hide Don't wanna cry মনের ভেতর আমার অদ্ভুত এক যন্ত্রণা মাঝরাতে জলাতঙ্ক পুরনো সেই কল্পনা আমিতো বঞ্চিত নিয়ম-নীতি বুঝিনা সাধকের হয়না কেন সময় গেলে সাধনা হোক তবে কলরব অপেক্ষায় বাড়ে স্বপ্ন আমার ভিতরেতে ফুটে ভালোবাসার ফুল আর তুমি যেন সেই বৃক্ষ। আমি ক্লান্ত! তবে বুঝতে দেইনা সময় জানি খুবই স্বার্থপর থামতে চায় না! থামতে চায় না! থামতে চায় না! আমি মানতে চাই না বাধা আমার কথাগুলো সবই কাল্পনিক বাস্তব দিয়ে ঢাকা তুমি আসমান আমি বন্দি দেখি সবখানে চাই মুক্তি আমি গীতিকার তুমি সংগীত বলেই দিতাম নিজেকে স্বস্তি এই অচিন ভিড়ে তোরে খুঁজে ঘুরে ফিরে এই আশার আলো মনে নিভে যায় কখন I wanna fly I wanna fly I wanna fly higher I wanna hide I wanna hide Don't wanna cry I wanna fly I wanna fly I wanna fly higher I wanna hide I wanna hide Don't wanna cry