কিসের আশায় বাঁধলাম ঘর ঘর তো আমার হইবো পর থাইমা গেলে জীবন ঘড়ি পইড়া রইবো রঙের বাড়ি কাইন্দা কাইন্দা দুইদিন পরে ভুইলা যাইবো সবাই মোরে আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে মিছে মায়ার এ সংসারে নয় রে কেউ আপন মন রে আমার মিছে মায়ার এ সংসারে নয় রে কেউ আপন ♪ সাড়ে তিন হাত মাটির ঘরে নিথর দেহ রইবে পড়ে কষ্টে গড়া সাধের ধন আমার যোজন যোজন থাকবে দূরে কাইন্দা কাইন্দা দুইদিন পরে ভুইলা যাইবো সবাই মোরে আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে মিছে মায়ার এ সংসারে নয় রে কেউ আপন মন রে আমার মিছে মায়ার সংসারে নয় রে কেউ আপন ♪ সোনার দেহ হইবো মাটি অন্তর তোমার করো খাঁটি সময় থাকতে রাস্তা ধরো মাওলার নামটি স্মরণ করো কাইন্দা কাইন্দা দুইদিন পরে ভুইলা যাইবো সবাই মোরে আপন স্বজন কেউ তো আমার খবর লইবো না ওরে মিছে মায়ার এ সংসারে নয় রে কেউ আপন মন রে আমার মিছে মায়ার এ সংসারে নয় রে কেউ আপন মিছে মায়ার এ সংসারে নয় রে কেউ আপন