Subir Nandi - Jonak Jonak Rate текст песни
Исполнитель:
Subir Nandi
альбом: Suranjona
জোনাক জোনাক রাতে তারার প্রদীপ জ্বলে
আকাশে রুপালি চাঁদ নীরবে পথ চলে
ও, জোনাক জোনাক রাতে তারার প্রদীপ জ্বলে
আকাশে রুপালি চাঁদ নীরবে পথ চলে
ও, জোনাক জোনাক রাতে
জোনাক জোনাক রাতে
বাউল বাতাসে ওরে মন রয় না ঘরেতে
ও, বাউল বাতাসে ওরে মন রয় না ঘরেতে
ফুলের গন্ধে ঘুম আসে না নদীর আবেশে
বাউল বাতাসে ওরে মন রয় না ঘরেতে
ফুলের গন্ধে ঘুম আসে না নদীর আবেশে
ছেলেবেলার কাজলা দিদি ভাসে স্মৃতিতে
ছেলেবেলার কাজলা দিদি ভাসে স্মৃতিতে
জোনাক জোনাক রাতে তারার প্রদীপ জ্বলে
আকাশে রুপালি চাঁদ নীরবে পথ চলে
ও, জোনাক জোনাক রাতে
জোনাক জোনাক রাতে
ডুবসাঁতারের দিন গিয়েছে, খেলার সাথি নাই
ডুবসাঁতারের দিন গিয়েছে, খেলার সাথি নাই
গোল্লাছুট আর কানামাছি কোথায় খুঁজে পাই
ও, ডুবসাঁতারের দিন গিয়েছে, খেলার সাথি নাই
গোল্লাছুট আর কানামাছি কোথায় খুঁজে পাই
শেষ বিকেলের ছুটির ঘন্টা বাজছে মনটাতে
শেষ বিকেলের ছুটির ঘন্টা বাজছে মনটাতে
জোনাক জোনাক রাতে তারার প্রদীপ জ্বলে
আকাশে রুপালি চাঁদ নীরবে পথ চলে
ও, জোনাক জোনাক রাতে
জোনাক জোনাক রাতে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя