Subir Nandi - Akashe Megher Kannay текст песни
Исполнитель:
Subir Nandi
альбом: Akashe Megher Kannay
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
সময়ের যাতনায়, সময়ের যাতনায়
সরাব সুধা দেয়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
সময়ের যাতনায়, সময়ের যাতনায়
সরাব সুধা দেয়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
♪
জীবনের সব কথা যায় না ভোলা
স্মৃতিগুলো কাঁটা হয়ে বাড়ায় জ্বালা
♪
জীবনের সব কথা যায় না ভোলা
স্মৃতিগুলো কাঁটা হয়ে বাড়ায় জ্বালা
বাসনার সব সুখ এখনো মনে
বাসনার সব সুখ এখনো মনে
গোপনে আমায় দেয় যে দোলা
গোপনে আমায় দেয় যে দোলা
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
সময়ের যাতনায়, সময়ের যাতনায়
সরাব সুধা দেয়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
♪
মানুষের সব রূপ যায় না দেখা
কিছু তার রয়ে যায় আড়ালে ঢাকা
♪
ও, মানুষের সব রূপ যায় না দেখা
কিছু তার রয়ে যায় আড়ালে ঢাকা
বাঁধন যতই ছেঁড়ো না কেন
বাঁধন যতই ছেঁড়ো না কেন
মন বাঁচে না তোমায় বিনা
মন বাঁচে না তোমায় বিনা
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
সময়ের যাতনায়, সময়ের যাতনায়
সরাব সুধা দেয়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
সময়ের যাতনায়, সময়ের যাতনায়
সরাব সুধা দেয়
আকাশে মেঘের কান্নায় বৃষ্টি ঝরায়
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя