জীবন রে জীবন রে, তুই দেখতে কেমন বল জীবন রে, তুই দেখতে কেমন বল দেহের মাঝে কোন পথে তুই করিস চলাচল যায় না ধরা, যায় না ছোঁয়া যায় না পোড়া, যায় না ধোয়া অথচ তোর দুঃখ-ব্যথায় চোখে নামে ঢল জীবন রে জীবন রে, তুই দেখতে কেমন বল জীবন রে, তুই দেখতে কেমন বল ♪ দেহের এত আদর-কদর আছিস বলে তুই এত সোহাগ-ভালোবাসায় যত্ন করে ছুঁই দেহের এত আদর-কদর আছিস বলে তুই এত সোহাগ-ভালোবাসায় যত্ন করে ছুঁই অথচ তুই বিদায় নিলে পর করে দেয় সবাই মিলে বন্ধ হয় রে রঙ-তামাশা, ভবের কোলাহল জীবন রে জীবন রে, তুই দেখতে কেমন বল জীবন রে, তুই দেখতে কেমন বল ♪ তুই না থাকলে সাধের দেহ পঁচে-গলে যায় এত সুন্দর এই দেহকে পোকা-মাকড় খায় তুই না থাকলে সাধের দেহ পঁচে-গলে যায় এত সুন্দর এই দেহকে পোকা-মাকড় খায় দেহের ভেতর বাসা করে থাকিস সারা জনম ধরে তবুও তোর রূপ নিরাকার, পাই না কোনো তল জীবন রে জীবন রে, তুই দেখতে কেমন বল জীবন রে, তুই দেখতে কেমন বল দেহের মাঝে কোন পথে তুই করিস চলাচল যায় না ধরা, যায় না ছোঁয়া যায় না পোড়া, যায় না ধোয়া অথচ তোর দুঃখ-ব্যথায় চোখে নামে ঢল জীবন রে জীবন রে, তুই দেখতে কেমন বল জীবন রে, তুই দেখতে কেমন বল