Kishore Kumar Hits

Aurthohin - Bijoyer Gan текст песни

Исполнитель: Aurthohin

альбом: Dhrubok


বহুদিন পরে আজ এই মনে
মাতাল হাওয়া যায় বয়ে
হেরে যাওয়ার কান্না কোথায় যেন মিলিয়ে যায়
স্বপ্নগুলো যেন খুব কাছের
পরাজয়ের শ্মশানে
জয়ের প্রতিচ্ছবি আজ ভাসে
বিষণ্ণতার পাহাড়ে
ফাটল ধরে আজ
মনে হয় যেন উড়ে যাই
মেঘেদের কাশবনে হারাই
পরিচিত আঙিনা ছেড়ে
চলে যাই স্বপ্নের শহরে
আকাশের ওই নীল রঙে
আর ওই নীল নদীর তীরে
গান ধরি নতুন এক সুরে
মিশে যাই গোধূলীর দিগন্তে
যাই উড়ে

বহুদিন পরে আজ আমার মনে
মাতাল হাওয়া যায় বয়ে
দুঃস্বপ্নের অশ্রু হঠাৎ যায় শুকিয়ে
স্বপ্নগুলো যেন খুব কাছের
না পাবার সব ব্যথা যে
হারিয়ে যায় প্রাপ্তির মাঝে
আনন্দের এই জনস্রোতে
যাবো হারিয়ে আজ
মনে হয় যেন উড়ে যাই
মেঘেদের কাশবনে হারাই
পরিচিত আঙিনা ছেড়ে
চলে যাই স্বপ্নের শহরে
আকাশের ওই নীল রঙে
আর ওই নীল নদীর তীরে
গান ধরি নতুন এক সুরে
মিশে যাই গোধূলীর দিগন্তে
যাই উড়ে

মনে হয় যেন উড়ে যাই
মেঘেদের কাশবনে হারাই
পরিচিত আঙিনা ছেড়ে
চলে যাই স্বপ্নের শহরে
আকাশের ওই নীল রঙে
আর ওই নীল নদীর তীরে
গান ধরি নতুন এক সুরে
মিশে যাই গোধূলীর দিগন্তে
মনে হয় যেন উড়ে যাই
মেঘেদের কাশবনে হারাই
পরিচিত আঙিনা ছেড়ে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Arnob

Исполнитель

Fuad

Исполнитель

Icons

Исполнитель