ঘর ভাঙ্গিলে, ঘর পাওয়া যায়
ঘর ভাঙ্গিলে, ঘর পাওয়া যায়
মন ভাঙ্গিলে যায় না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
ঘর ভাঙ্গিলে, ঘর পাওয়া যায়
মন ভাঙ্গিলে যায় না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
মন আমার ঘুরে বেড়ায় নদীর বাঁকে বাঁকে
যায় না বোঝা কখন কেমন কার ছবি সে আঁকে
মন আমার ঘুরে বেড়ায় নদীর বাঁকে বাঁকে
যায় না বোঝা কখন কেমন কার ছবি সে আঁকে
অত বড় দুষ্ট ছেলে যেমন তেমন খায় না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
মন আমার উথাল পাথাল নীল আকাশের ঘুড়ি
সবুজ বনে গন্ধ মেখে চলছে উড়ি উড়ি
মন আমার উথাল পাথাল নীল আকাশের ঘুড়ি
সবুজ বনে গন্ধ মেখে চলছে উড়ি উড়ি
মন আমার মেঘের ভেলায় আসল প্রেমিক পায় না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
ঘর ভাঙ্গিলে, ঘর পাওয়া যায়
ঘর ভাঙ্গিলে, ঘর পাওয়া যায়
মন ভাঙ্গিলে যায় না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
আমি দেখব ভেবে সামনে মাঠে
সহজ প্রেমে বায়না রে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя