দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল তবু জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে (দলে দলে) দোলে নেও আ আ দোলে এইতো সকাল বিকেলে দোলে নেও আ আ দোলে এইতো সকাল বিকেলে তবু জল তুলিবার কালে পড়ে গেছ অতলে জল তুলিবার কালে ঝড়ে গেছ অতলে (অতলে অতলে) দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল যে কোন পূর্ণিমাতে এখনো মাঝে রাতে স্বপ্নের জাল বুনে ঘরে বলে ছিলে আসবে ফিরে নতুন বিম্ব তালে আছে তোমায় ফেলে নতুন বিম্ব তালে আছে তোমায় ফেলে তবু জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে (দলে দলে) সন্ধ্যা অন্যখানে খুঁজছে অন্য মানে আছে কোন ছুঁতো টানে কে বা কতটা জানে? বলে কে? কথাটা বলে ছায়াটার সঙ্গে চলে বলে কে? কথাটা বলে ছায়াটার সঙ্গে চলে তবু জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল তবু জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে জল তুলিবার কালে ধরা পড়ে গেছ দলে (দলে দলে) দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল দুকূল, একূল-ওকূল হয়তো হয়নি কিছু ভুল